BIG BREAKING: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশন, ভিতরে অনেকের আটকে থাকার আশঙ্কা

সবকিছু ঠিকঠাকই ছিলো কিন্তু হঠাৎ করে কাটলো তাল। আচমকা বর্ধমানের স্টেশনের একাংশ ভেঙে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলো স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায়। এই দুর্ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় 8 টা নাগাদ। ব্যাস্ত স্টেশনে এই দুর্ঘটনা ঘটায় হতচকিত হয়ে পড়েন যাত্রীরা।

স্টেশনে তখন বিভিন্ন রুটের ট্রেন ঢোকার সময় ও যাত্রী ভর্তি স্টেশন, ভেঙে পড়া অংশে প্রচুর লোক আটকে আছে বলে জানা গিয়েছে। উদ্ধারকারী দল হাত লাগিয়েছে আটকে থাকা যাত্রীদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে ইতিমধ্যে আরপিএফ কাজে হাত লাগিয়েছে।

বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বহু মানুষ এখনো আটকে রয়েছে,ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে গিয়েছে।

সমস্তরকম এক্সক্লুসিভ খবর পেতে লাইক করুন