Home বিনোদন লো’ম যু’ক্ত আন্ডারআর্মস নিয়েই অনুষ্ঠানে পৌঁ’ছে গেলেন ম্যাডোনা ক’ন্যা, ভাইরাল ছবি

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লো’ম যু’ক্ত আন্ডারআর্মস নিয়েই অনুষ্ঠানে পৌঁ’ছে গেলেন ম্যাডোনা ক’ন্যা, ভাইরাল ছবি

আজকালকার আধুনিক মানুষ নিজেদের সৌন্দর্য সম্পর্কে অনেকটাই সচেতন। সবসময় নিজেকে লোকসমাজে খুব সুন্দর ভাবে টিপটপ রিপ্রেজেন্ট করতে চায়। সে বিষয়ে কোনরকম আপোষ নয়। উন্মুক্ত কেশযুক্ত আন্ডারআর্মসও যে কারোর স্টাইলের একটা অংশ হতে পারে সেই বিষয়ে সত্যিই ধারণা খুব কম ছিল। মানুষের ইচ্ছাই সবচেয়ে বড়ো। তার উপরে সত্যিই কিছু হতে পারে না। তারই চাক্ষুষ প্রমাণ মিলল নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউটের বার্ষিক অনুষ্ঠান ‘মেট গালা 2021′-এ। প্রমাণ দিলেন জনপ্রিয় পপ গায়িকা ম্যাডোনার কন্যা লর্ডিস লিওন।

ম্যাডোনা শব্দটি উচ্চারণ করলেই বিশ্বের কোটি কোটি মানুষের চোখের পর্দায় ভেসে ওঠেন বিশ্ব মাতালো পপ সঙ্গীতশিল্পী, অভিনেত্রী ম্যাডোনার ছবি। মা ম্যাডোনার সূত্র ধরে লর্ডিসকে চেনা। কিন্তু এই বছর প্রথম মেট গালায় আত্মপ্রকাশ করার মাধ্যমে নিজস্ব পরিচিতি তৈরি হয়েছে তাঁর। তাঁর বয়স 24 বছর। এই দিন লর্ডিস পরেছিলেন জেরেমি স্কট এনসেম্বলের ডিজাইন করা একটি স্পার্কলড ফুশিয়া মসচিনো যার বিকিনি টপ ছিল হল্টারনেক ও বটম ছিল শাড়ির মতো প্লিটেড লং স্কার্ট।

ম্যাচিং ফুশিয়া পিঙ্ক রঙের হ্যান্ডব‍্যাগ ছিল হাতে। কিন্তু এই পোশাকের মাধ্যমে লর্ডিস শো করলেন তাঁর ভারী অ্যাবস যার নাভিতে ছিল ডায়মন্ড গয়না। পিঠে ছাড়াছিল লম্বা চুল। কিন্তু যে ঘটনা দর্শকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে তাহল লর্ডিসের কেশযুক্ত আন্ডারআর্মস। তা শেভ করেননি, শেভ না করা আন্ডারআর্মস নিয়ে পোজ দিতে এতটুকুও কুণ্ঠাবোধ করেননি লর্ডিস। এমনকি আই ব্রো প্লাক করার প্রয়োজন মনে করেননি।

মেট গালা হল সংশ্লিষ্ট ইনস্টিটিউটটির ফ্যাশন প্রদর্শনী। এই বছর ৭৫ তম বর্ষে পা দিল মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট। করোনা অতিমারীর কারণে গত বছর এই শো বাতিল ছিল। চলতি বছরেও মে মাসে এই শো হওয়ার কথা ছিল। কিন্তু তখন করোনার প্রকোপ বৃদ্ধি হওয়ার ফলে মেট গালা পিছিয়ে যায়। তবে এ বছরে মেট গালা প্রত্যেক অতিথির জন্য বাধ্যতামূলক ছিল কোভিড ভ‍্যাকসিনেশন সার্টিফিকেট জমা দেওয়া।

কোভিড ভ‍্যাকসিনেশন সার্টিফিকেট জমা না দিলে মেট গালাতে এ বছর কেউ অংশগ্রহণ করতে পারবে না বলা হয়েছিল। পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক ছিল এবং চারিদিকে অনবরত স্যানিটাইজ করা হচ্ছিল। চলতি বছরে মেট গালার থিম ছিল ‘আমেরিকা : আ লেক্সিকন অফ ফ্যাশন’। সেলিব্রিটিরাও সেজেছিলেন সেই থিম অনুযায়ী। প্রতি বছর মেট গালার জন্য অপেক্ষা করে থাকেন অজস্র সেলিব্রিটি।