OMG! ফুট ব্রিজের নিচে আটকে গেছে বিমান, তারপর! দেখুন সেই ভাইরাল ভিডিও

65
OMG! ফুট ব্রিজের নিচে আটকে গেছে বিমান, তারপর! দেখুন সেই ভাইরাল ভিডিও

ব্রিজের নিচ দিয়ে কখনো বিমান উড়ে যেতে দেখেছেন? সিনেমাতেও হয়ত দেখেননি, কিন্তু এবার তাই ঘটেছে, উড়ে যায় নি হয়ত কিন্তু ব্রিজের নিচ দিয়েই গেছে। আর সেই যাওয়ার সময়ই আটকে যায় বেকায়দায়, এখন না যেতে পারছে এদিকে না ওদিকে, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে আর তাতে এই কান্ডই দেখা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে চিনে।

এই রকম আপডেট পেতে লাইক করুন

সেখানে দেখা যাচ্ছে একটি ট্রাকে করে বিমানের একটা অংশ নিয়ে যাওয়া হচ্ছে আর হঠাত তা আটকে গেছে ফুট ব্রিজের তলায়। এই ভিডিও দেখে অনেকে অনেক মন্তব্য করছে, কেউ একে নিয়ে ট্রোল করছে অনেকে বলছে গুগুল ম্যাপের ওপরে ভরসা করলে এমন্টাই হয়।


 

এই রকম আপডেট পেতে লাইক করুন