সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুখোমুখি হলেন প’র্দা’র ও বাস্ত’বে’র “মিসেস চ্যাটার্জি”, দেখে কেঁ’দে’ই ফেললেন রানী মুখার্জি

মুখোমুখি হলেন সাগরিকা চক্রবর্তী এবং রানী মুখোপাধ্যায়। দ্বিতীয় মানুষটিকে তো সবাই চেনেন কিন্তু প্রথম মানুষটিকে চেনেন? আসলে তার জীবনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে নতুন ছবি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। সাগরিকা চক্রবর্তীর ভূমিকায় অভিনয় করছেন রানী মুখোপাধ্যায় আর সামনাসামনি তাকে দেখে কেঁদে ফেললেন রানী।

গোটা দেশের বিরুদ্ধে একা মা লড়াই করেছিলেন অভিনয়ের মাধ্যমে সেটা সামান্য ফুটিয়ে তুলতে পেরেছেন রানী আর গোটা কৃতিত্বটাই সাগরিকার। সাগরিকা চক্রবর্তী আত্মজীবনী তার লেখা বই দা জার্নি অফ এ মাদার। ওই গল্পের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই সিনেমা।

ছবির প্রচারে গিয়েছিলেন রানী মুখোপাধ্যায় এবং কর্ণ জোহার। সেখানে গিয়ে তারা জানতে পারেন এখানে উপস্থিত রয়েছেন সাগরিকা চক্রবর্তী। ছিলেন এই ছবির প্রযোজক নিখিল আদবানী। সাগরিকা যখন মঞ্চে উঠলেন তখন তাকে দেখে কেঁদে ফেলেন রানী। সাদা রঙের একটি শাড়ি পড়েছিলেন রানী মুখোপাধ্যায়।

আরো খবর: অনেক কয়েকটি রেল বাতিল, লোকাল ট্রেন দে’রি’তে চলছে অনেকটাই, যাত্রী দু’র্ভো’গ শিয়ালদহতে

অবশেষে তার চোখের জল মুছিয়ে দেন কর্ণ। সাগরিকা স্টেজে উঠতেই তাকে জড়িয়ে ধরেন অভিনেত্রী। এরপর দুজনে কোলাকুলি করে হেসে ফেলেন। সাগরিকা জানিয়েছেন যে এই ছবির ট্রেলার দেখে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। ছবিটি পরিচালনা করেছেন অসীমা ছিব্বার।

একেবারে সত্য ঘটনার উপর ভিত্তি করে এই ছবিটি নির্মিত হয়েছে। প্রবাসী বাঙালি সাগরিকার সন্তানদের তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় ২০১১ সালে। কিভাবে তারা তাদের সন্তানকে ফিরে পেয়েছিলেন সেই গোটা ঘটনা বর্ণিত হয়েছে এই সিনেমায়।

এই সিনেমায় রানী মুখার্জির স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাঙালি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ছবির ব্যাপারে সাগরিকা বলেন আমি রানী মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই আমার লড়াইকে পর্দায় তুলে ধরার জন্য।