সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনেক কয়েকটি রেল বাতিল, লোকাল ট্রেন দে’রি’তে চলছে অনেকটাই, যাত্রী দু’র্ভো’গ শিয়ালদহতে

সপ্তাহের শেষে চরম ভোগান্তিতে শিয়ালদহ মেইন লাইনের যাত্রীরা। বন্ধ একাধিক ট্রেন। নৈহাটি ও কল্যান স্টেশনের মধ্যে চলছে নন ইন্টারলকিং এর কাজ। সেই কারণে বেশ কিছু ট্রেন। আর এই কাজের জেরে অধিকাংশ মানুষের যাত্রা থমকে গিয়েছে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

শুক্রবার রাতে বিপাকে পড়েছেন বহু যাত্রী। শনিবার সকালে ঠিক একই ছবি ধরা পড়েছে বিভিন্ন স্টেশনে। রেলের তরফে আগেই জানানো হয়েছিল ইন্টারলকিং এর জন্য বাতিল থাকবে বহু ট্রেন।

যাত্রীদের অভিযোগ প্রতিটি ট্রেন প্রায় ৩০ মিনিট দেরিতে চলছে। তারপরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে স্টেশনে। তার উপর আবার লোকাল ট্রেন বাতিল। দুই ভোগান্তির চরম সীমায় পৌঁছে গিয়েছে।

শনিবার সকালে বহু যাত্রী নির্দিষ্ট সময়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেননি। বিশেষ করে সমস্যায় পড়তে হয়েছে অফিস যাত্রীদের। ট্রেন দেরিতে চলছে তাই সঠিক সময় তারা অফিসে পৌঁছতে পারছেন না বলে অভিযোগ। তাদের অভিযোগ ট্রেন কখন ছাড়বে তার ঘোষণা করা হচ্ছে না মাইকে।

আরো খবর: বৌভাতে মাংসের ঝো’ল খেয়ে বি’প’ত্তি, হাসপাতালে ভ’র্তি ৫০

দুর্ভোগের কথা মেনে নিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। জানিয়েছেন নন ইন্টারলকিং এর কাজ চলছে। তবে লক্ষ্য রাখা হয়েছে যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোন সমস্যা না হয়। সেই জন্য এই মধ্যবর্তী সময়ে রেলের কাজ চলছে। তবে তিনি বলেন সামান্য কষ্ট শরীরে আখেরে লাভ হবে যাত্রীদের।