সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই প্রথম ভারতের কোনো ব্যা’ন্ড সুইজারল্যান্ডে অংশগ্রহণ করার সু’যো’গ পে’লো

ভারতীয়রা পারেনা এমন কোন কাজ নেই। ভারতীয়রা যেমন নিজেদের পারদর্শিতা নিজের দেশে দেখাতে পারে, তেমনি বাইরের দেশে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। কালিম্পং এর কুমুদিনী হোম স্কুলের পাইপ এন্ড ড্রাম ব্যান্ডের জন্য এবার সুইজারল্যান্ডে ভারতীয় পতাকা উড়ল।

সুইজারল্যান্ডের বাসেলে শুরু হওয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক ব্যান্ডের প্রতিযোগিতায় এই প্রথম অংশ নিয়েছে ভারত যেখানে, ভারতের হয়ে প্রথম সুইজারল্যান্ডের মাটিতে ভারতের হয়ে কাপাচ্ছে কালিম্পং এর কুমুদিনী হাইস্কুলের পাইপ অ্যান্ড ড্রাম ব্যান্ড।

বিদেশে নিজেদের দেশের পতাকা উত্তোলিত হতে দেখে খুশি ভারতবাসীরা, সাথে পাহাড়বাসীর গর্ব। যদিও এই যাত্রা খুব একটা স্বাভাবিকভাবে হয়নি কারণ শিলিগুড়ি থেকে মুম্বাই যাওয়ার পথে এই ব্যান্ডের বিমানটি বাতিল হয়ে গিয়েছিল।

আরো পড়ুন: বাড়ছে টা’কা’র অঙ্ক, আরো কত পরিমাণ টা’কা আছে অর্পিতার বাড়িতে?

তবে, অবশেষে সাংসদ রাজু বিস্তের সাহায্য এই সমস্যাটি মেটে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলার পরেই বিমানের ব্যবস্থা করে তারপরে তাদের সুইজারল্যান্ডে পাঠানো হয়।

বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তম সামরিক ব্যান্ডে এই প্রথম ভারতীয় কোন ব্যান্ড অংশগ্রহণ করার জন্য সুযোগ পেয়েছে। প্রতিযোগিতাটির শেষ দিন হল ২৫ শে জুলাই। ভারতীয় এই ব্যান্ডটি ৩৩ টি বিভাগে অংশগ্রহণ করবে।

এই দলটিতে রয়েছে মোট ২১ জন। এই খবরটি গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতে পাহাড়ের ব্যান্ডের দলটিকে অনেক শুভেচ্ছা বার্তা জানিয়েছেন নেটিজেনরা। পাহাড়ের এই দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন দার্জিলিংয়ের সংসদ রাজু বিস্ত।