সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বৌভাতে মাংসের ঝো’ল খেয়ে বি’প’ত্তি, হাসপাতালে ভ’র্তি ৫০

বউভাতের ভোজ খেয়ে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক নিমন্ত্রিত অতিথিরা।এদের বেশিরভাগেরই মাঝরাত থেকে শুরু হয় বমি।অবস্থার আরও অবনতি ঘটলে ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। সকালের আলো ফোটার আগেই অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে, রয়েছে ৪ শিশুও।

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে । গত বুধবার ঘাটাল ব্লকের রঘুনাথপুরের বাসিন্দা বিশ্বজিৎ রায়ের ছেলে সৌরভের সঙ্গে বিয়ে হয় শীতলপুর গ্রামের রিঙ্কির ভুঞ্জার।

সেই বিয়ের শুক্রবার ছিল বউভাত অনুষ্ঠান। খাওয়া-দাওয়ার পর যে যার যার বাড়ি চলে যান। মাঝ রাত থেকেই অসুস্থ হতে থাকেন অনেকে। শনিবার সকালে অসুস্থের সংখ্যা বেড়ে একশো ছড়িয়ে যায়।

আরো খবর: দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির প্র’ব’ল সম্ভাবনা, কলকাতাও কি ভি’জ’বে?

হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, খাবারে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়েছেন অতিথিরা। আমন্ত্রিত অতিথির প্রায় ৯০ শতাংশই এই বিষক্রিয়ার শিকার হয়েছেন। আমন্ত্রিত এক ব্যাক্তি জানিয়েছেন, কলকাতা থেকে ঘাটালে বিয়েবাড়িতে এসেছিলেন তিনি।

মাংস খেতে গিয়ে তিনি দেখতে পান, পোকার মতো কিছু একটা পড়ে রয়েছে মাংসে। পরিবেশককে জিজ্ঞাসা করলে, তাঁরা চুপ করে যেতে বলেন এবং মাংসের প্লেটটি পাল্টে দেয়। তিনিও ব্যাপারটিকে অতটা গুরুত্ব দেননি। কাদের গাফিলতিতে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।