সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রা’কৃ’তি’ক দু’র্যো’গে’র কা’র’ণে বি’ঘ্ন ঈদ উৎ’স’বে

প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘ্ন ঈদ উৎসবে

মালদা,৩ এপ্রিল :খুশির ঈদে জল। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি জেলা জুড়ে। গত দুই বছর করণা আবহে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে পারেননি মুসলিম সম্প্রদায়ের মানুষ।

এবছর সরকারি বিধি নিষেধ উঠে যাওয়ায় খুশির ঈদে ঈদগাহ ময়দানে একত্রিত হয়ে হাজার হাজার মানুষ নামাজ পড়তেন বলে প্রস্তুতি নেওয়া হয়। এদিন সকাল থেকে বৃষ্টির কারণে সম’স্যা’য় পড়েন মুসলিম সম্প্রদায়ের মানুষ।

মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দান এলাকায় ইমেইলে পৌরসভার পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছিল কিন্তু বৃষ্টিতে সহায়তা কেন্দ্রের প্যান্ডেল ভেঙে পড়ে।

এদিন সকালে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঈদগাহ ময়দানে পৌঁছে কাজের তদারকি করেন। শুরু হয় ঈদগাহ ময়দান এর কাজ। কমিটির পক্ষ থেকে জানানো হয় সাড়ে নয়টা নাগাদ ঈদগাহ ময়দানে নামাজ শুরু হবে। প্রাকৃতিক দু’র্যো’গের কারণে পিছানো হয়েছে নামাজ।