সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেল লাইনের উপর খেলায় ব্য’স্ত শিশু, ট্রেন থামিয়ে খুদেকে কো’লে তু’লে নিলেন চালক

সময়মতো ট্রেনের ঘোষণা হয়ে গিয়েছিল। ট্রেন ছেড়ে দেয়। আলিপুরদুয়ার বামন হাট প্যাসেঞ্জার ট্রেন যখন বামন হাট থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেন। সেই সময় লোকো পাইলট এবং তার সহকারীর চোখে পড়ে রেল লাইনের একেবারে মাঝ বরাবর বসে রয়েছে একটি ছোট্ট শিশু।

না কেউ তাকে ফেলে যায়নি বরং নিজেই আপন মনে খেলতে শুরু করেছে। আর এই ঘটনা দেখেই চোখ আটকে গেল লোকো পাইলট এবং তার সহকারীর কোন দিকে না ভেবে তারা শিশুটিকে রক্ষা করবার দায়িত্বে নেমে পড়লেন। সময়মতো তারা ট্রেন থেকে নেমে শিশুটিকে কোলে তুলে নেন। ততক্ষণে আশপাশের লোকজন ছুটে এসেছেন।

ছুটে এসেছেন ওই শিশুটির পরিবারের লোকজন সহ তার মা। এরপর ওই লোকো পাইলট এবং তার সহকারী শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেন। রেলের পক্ষ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনার রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

আরো খবর: এ মাসেই তাপপ্রবাহের আ’শ’ঙ্কা রাজ্য জু’ড়ে! কোন কোন জেলা গরমে নাজেহাল হবে?

এই প্রসঙ্গে আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্সিয়াল ম্যানেজার এস উমেশ জানান শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ আলিপুরদুয়ার বামনহাট প্যাসেঞ্জার ট্রেন শানটিংয়ের সময় লোকো পাইলট অভিজিৎ এবং তার সহকারী চন্দনের চোখে পড়ে লাইনের মধ্যে একটি ছোট্ট শিশু খেলা করছে সঙ্গে সঙ্গে তারা ট্রেন থামিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং তার পরিবারের হাতে তুলে দেয়।হয়তো শিশুটি খেলতে খেলতে চলে এসেছিল লাইনের ধারে। আমরা বারবার অভিভাবকদের কাছে অনুরোধ করব শিশুদের ব্যাপারে সচেতন হতে।