সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

CBI খুবই “অমানবিক”, কেঁ’দে ফেললেন অনুব্রত

সকাল থেকেই অনুব্রত বাবুর বাড়িতে থিক থিক করছে ভিড়। বৃহস্পতিবার সকালেই অনুব্রত বাবুর বাড়িতে পৌঁছে যায় তদন্তকারী অফিসাররা।

তদন্তে অসহযোগিতা করার জন্য এদিন ভোরবেলা গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডল কে। বাড়ির সকলের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং বাড়ি চারপাশ পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়।

তবে যাকে নিয়ে সকাল থেকে হলুস্থলু বীরভূম সেই অনুব্রত মণ্ডল বলেছেন, সিবিআই এর আচরণে তিনি ভীষণভাবে মর্মাহত হয়েছেন।

আরো পড়ুন: খেলা শেষ, শুরু CBI-র অ্যাকশন, বাড়ি থেকে গ্রে’ফ’তা’র অনুব্রত

তদন্তকারী অফিসারদের ব্যবহারকে কার্যত অমানবিক বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল।

মঙ্গলবার সকালেই তার বাড়িতে তলবি নোটিশ পাঠানোই অনুব্রত সংশ্লিষ্ট মামলা তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য ব্যবহারকে অমানবিক বলে বর্ণনা করেছেন।

সূত্র অনুসারী আরো খবর পাওয়া গেছে, নিজের গ্রেপ্তার হওয়ার খবর শুনে কেঁদে ফেলেছিলেন ডাকসাইটে এই নেতা।