Home লাইফস্টাইল এই কয়েকটি জিনিস মহাদেবের খুবই প্রি’য়, এগুলো নিবেদন করলেই সব ই’চ্ছে পূ’র’ণ...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই কয়েকটি জিনিস মহাদেবের খুবই প্রি’য়, এগুলো নিবেদন করলেই সব ই’চ্ছে পূ’র’ণ হ’বে

ভগবান শিবের আরেক নাম ভোলা মহেশ্বর। তাঁকে ভোলা বলা হয় কারণ তিনি অল্পেই সন্তুষ্ট হন। তার আশীর্বাদ পেতে অনেক কঠোর তপস্যা করতে লাগে না। মন থেকে নিষ্ঠা ভরে তাঁকে ডাকলেই তিনি সারা দেন। আর তাঁকে ডাকার জন্য সব চেয়ে শুভ দিন হলো সোমবার। এই সোমবার কে ভোলানাথ এর বার বলা হয়ে থাকে।

পুরাণ অনুসারে, কিছু জিনিস শিবের খুব প্রিয় এবং শিবলিঙ্গে তা ভক্তিভরে নিবেদন করলে ভগবান শঙ্কর খুশি হন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। আসুন জেনে নেওয়া যাক কোন কোন জিনিস শিবের খুব প্রিয়।

১. বলা হয়ে থাকে, ভোলেনাথ সুগন্ধি পছন্দ করেন। এমনটা বিশ্বাস করা হয় যে, শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা শুদ্ধ হয়।

২. শিবলিঙ্গে দুধ নিবেদন করা স্বাস্থ্যের জন্য ভাল এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয়।

আরো পড়ুন: কি অবস্থা, ফে’ক নম্বর প্লে’ট লাগিয়ে ট্রা’ফি’ক উলঙ্ঘন, অন্য একজনের কা’ছে গেল পুলিশের চালান

৩. শিবলিঙ্গে জাফরান নিবেদন করলে মানুষ সুখ ও শান্তি পায়।

৪. ভোলেনাথ চন্দন নিবেদনে প্রসন্ন হন। শিবলিঙ্গে চন্দন অর্পণ করলে মানুষ সমাজে সম্মান ও খ্যাতি পায়।

৫. দই এবং ঘিও ভগবান শিবের খুব প্রিয়। এইসব অর্পণের মাধ্যমে একজন ব্যক্তি জীবনের ঝামেলা থেকে মুক্তি পায়। তাঁর শক্তিও বৃদ্ধি হয়।

৬. শিবলিঙ্গে বিল্ব পাতা অর্পণ করলে ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ হয়।

তাই সোমবার সকাল সকাল স্নান সেরে শুদ্ধ হয়ে মহাদেবের মন্দিরে গিয়ে তাঁকে নিষ্ঠা ভরে ডাকলে ও এই নিয়ম গুলির মধ্যে যা যা সম্ভব পালন করলে তিনি প্রসন্ন হবেন।

তবে শিব লিঙ্গে যখন জল অর্পণ করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেনো আপনার মুখ উত্তর দিকে থাকে। কারণ শাস্ত্র মতে, পূর্ব দিকে মুখ করে পশ্চিম দিকে দাঁড়িয়ে মহাদেবকে জল অর্পণ করতে নেই।