সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’য় অনাথ হয়ে যাওয়া শিশুদের জন্য কেন্দ্রের ন’য়া স্কি’ম, কিভাবে কা’জ করবে এই প্রকল্প?

করোনার কারণে বহু শিশু তাদের বাবা মাকে হারিয়েছে। বাবা মাকে হারিয়ে কার্যত অনাথ হয়ে গিয়েছে এই শিশুরা। সেই অনাথ শিশুদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে পিএম কেয়ার ফর চিল্ড্রেন স্কিম। স্কলার্শিপ এবং স্বাস্থ্য বীমা নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এতে এই সমস্ত অনাথ এবং অসহায় শিশুদের ভবিষ্যৎ উন্নত হবে।

বর্তমানে দেশে করোনায় অনাথ হওয়া শিশুর সংখ্যাটা অনেক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের সমীক্ষার রিপোর্ট দাবি করা হয় ভারতে করোনা সংক্রমনের কারণে কুড়ি মাসে মোট 19 লক্ষ শিশু তাদের বাবা মাকে হারিয়েছে।

আরো পড়ুন: Home Loan: আপনার EMI কতটা বা’ড়’বে জেনে নিন

যদিও এই রিপোর্ট অস্বীকার করে করোনায় মা বাবাকে হারিয়ে অনাথ শিশুর সংখ্যা 1.53 লক্ষের কাছাকাছি বলে দাবি করেছিল মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক।

2021 সালের 29 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে করোনার কারণে বাবা এবং মা দুজনকে হারিয়েছে যে শিশুরা তাদের সাহায্য করবে কেন্দ্রীয় সরকার।

এসমস্ত শিশুদের সঠিক পদ্ধতিতে সর্বাধিক যত্ন এবং সুরক্ষা নিশ্চিত করা হবে কেন্দ্রীয় সরকারের কাজ। এছাড়াও স্বাস্থ্য বীমার মাধ্যমে তাদের সুস্থতা খেয়াল রাখা হবে।

শিক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ উন্নত করা হবে এবং তাদের স্বয়ংসম্পূর্ণ জীবন যাপনের জন্য প্রস্তুত করা হবে। 23 বছর পর্যন্ত এই শিশুরা সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবে বলে জানানো হয়।

অনাথ শিশুদের বয়স 18 হলে পরের পাঁচ বছর তারা চার হাজার টাকা পর্যন্ত মাসিক ভাতা পাবে। 23 বছর হলে তাদের 10 লক্ষ টাকা দেওয়া হবে। স্কুলে থাকাকালীন কুড়ি হাজার টাকা করে বৃত্তি পাওয়া যাবে। 18 বছর বয়স পর্যন্ত 5 লক্ষ টাকার স্বাস্থ্যবীমার সুযোগ পাবে শিশুরা।