সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জীবনে কোনোদিন সি’গা’রে’ট-ম’দ খে’য়ে দেখেননি এই বলি তারকারা, আদৌ কি স’ত্যি?

একটা সময় ছিল যখন বলিউড মানেই সেটা অন্যান্য ইন্ডাস্ট্রির থেকে অনেক উচ্চ মানের একটা ইন্ডাস্ট্রি বলে মানা হতো। সবার সপ্ন থাকত বলিউডে অভিনয় করার। কিছু বছর আগেও চিত্রটা একই ছিল কিন্তু বর্তমানে বা বলা ভালো গত কয়েক বছর পর থেকে চিত্রটা বদলেছে। এখন সাউথ ইন্ডাস্ট্রি কে মানুষ যতোটা পছন্দ করে অতটা বলিউডকে আর করছে না। যদিও এর নেপথ্যে বেশ কিছু কারণ রয়েছে।

আর সেই কারণ গুলির মধ্যে অন্যতম হলো এখনকার বেশ কিছু অভিনেতা ও অভিনেত্রীদের অবাধ্য জীবন যাপন। এনারা যা ইচ্ছে তাই করেন। নিজেদের কথা বার্তার উপরও কোনো লাগাম নেই। এতে অনেক মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন তারা। বলিউড তারকাদের ঔদ্ধত্য, ভারতীয় সংস্কৃতিকে অপমান করার মানসিকতার পাশাপাশি তাদের মাদকাসক্তিও অনেক মানুষের ইন্টারেস্ট নষ্ট করেছে বলিউড ইন্ডাস্ট্রির প্রতি।

তবে এত কিছুর মধ্যেও ৬ জন অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন যারা এই ধরনের স্বভাব বা মদ্যপান এসবের বিরোধী। এরা নিজেদের ভাব মূর্তি যথেষ্টই অন্যদের থেকে পরিষ্কার রেখেছেন তাদের অনুরাগীদের কাছে। তাদের সকলে ভালোও বাসেন।
আর তাদের মধ্যে প্রথম যার কথা বলতেই হবে তিনি হলেন অমিতাভ বচ্চন।

শাড়ি এখন অ’তী’ত, খোলামেলা পো’শা’কে দে’খা দিলেন “খড়ি”, ভিডিও দেখে হ’ত’বা’ক নেটিজেনরা

অমিতাভ বচ্চন :- এনি এমন একজন অভিনেতা যিনি ৮০ বছরের দর গোড়ায় এসেও বলে বলে মাত দিচ্ছেন এখনকার নায়কদের। তাঁর সমস্ত চরিত্রের মুভি সব সময়ই হিট হয়। জানা যায় জীবনে অনেক মদ্যপানের চরিত্রে অভিনয় করতে হলেও তিনি কখনোই মদ্যপান করেন নি। তিনি বরাবরই ভীষন ডিসিপ্লিনড মানুষ। তিনি একেবারেই এসব পছন্দ করেন না।

অক্ষয় কুমার :- আমরা সকলেই জানি অক্ষয় কুমার কতটা ফিটনেস সচেতন মানুষ। তিনি একটা রুটিনের মধ্যে থাকতে পছন্দ করেন। রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া ও সকাল সকাল উঠে জগিং করা তার রোজের অভ্যাস। তাই মদ্যপানের মত খারাপ নেশা তাঁর নেই।

শিল্পা শেঠি :- বলিউড তারকাদের পার্টিতে নায়ক-নায়িকা নির্বিশেষে সকলকেই মদ্যপান করতে দেখা যায়। কিন্তু শিল্পা নিজের ফিটনেস নিয়ে সব সময় সচেতন থাকেন। যে কারণে তিনি নিজেও মদ্যপান করেন না, সকলকে মদ্যপান করা থেকে বিরত থাকার পরামর্শও দেন। বিশেষ করে অনুরাগীদেরও তিনি সুস্থ জীবন কাটানোর পরামর্শ দেন সব সময়ই।

জন আব্রাহাম :- জন আব্রাহাম কে তার ফিগার নিয়ে যথেষ্ট গুরুত্ব দিতে হয়। তিনি তো বর্তমানে ভেগান হয়ে গেছেন। মাছ মাংস কিছুই খান না। সেখানে অ্যালকোহল তো দূরের কথা।

সিদ্ধার্থ মালহোত্রা :- বলিউডের ইয়াং স্টার সিদ্ধার্থ। অগুনতি ফিমেল ফ্যান তার। কিন্তু ইনিও বাস্তবে খুব খুঁত খুতে মানুষ। তাই মদ খেয়ে নিজের শরীর খারাপ করতে একেবারেই চান না তিনি। আর তাই এসব থেকে দূরে থাকেন।