Home টেক নিউজ এই সব নম্বর থে’কে কি WhatsApp-এ কল পাচ্ছেন? আসল গল্প জানুন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই সব নম্বর থে’কে কি WhatsApp-এ কল পাচ্ছেন? আসল গল্প জানুন

84,62,112 এইসব ডিজিট দিয়ে শুরু হচ্ছে নম্বর। এইসব নম্বর থেকে আসছে কল। তবে ফোনের কল নয়। হোয়াটসঅ্যাপে আসছে এই কল। আপনি যদি এই কল ধরেন তবে আপনার শিয়রে সর্বনাশ। খবরদার ভুলেও পা দেবেন না ফাঁদে, এটা একটা স্ক্যাম। বিশেষ করে যারা একটু টেকনিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে টার্গেট করা হচ্ছে।

ইতিমধ্যে এই সম্পর্কে টেলিগ্রাম এবং টুইটারে অনেকেই অভিযোগ জানিয়েছেন। অজানা সব নম্বর থেকে আসছে ফোন কারা ফোন করছে বোঝা যাচ্ছে না। তবে হোয়াটসঅ্যাপে ভয়েস কল করা হচ্ছে। Whatsapp ব্যবহারকারীরা মাঝেমধ্যে এই ধরনের কল রিসিভ করে ফেলছেন ভুল করে।

আর ওত পেতে বসে রয়েছে স্ক্যামাররা। অজান্তে হয়তো আপনিও তার বিপদ ডেকে আনছেন। এই পরিস্থিতিতে বারবার হোয়াটসঅ্যাপ থেকে সতর্ক করা হচ্ছে ব্যবহারকারীদের কিভাবে নিরাপদ থাকতে হবে সেই সম্পর্কে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

আরো খবর: দহন জ্বা’লা’য় রাজ্যবাসী! আগামী ৪৮ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণবঙ্গের জন্য!

সংস্থার তরফে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ ইউজাররা বর্তমানে আন্তর্জাতিক নানান ধরনের কল পাচ্ছেন। অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসছে কল। প্রায় দুই মাস ধরে ব্যবহারকারীরা এই সমস্যায় ভুগছেন বলেও জানানো হয়েছে।

অভিযোগ whatsapp ব্যবহারকারীরা মালয়েশিয়া কেনিয়া ভিয়েতনাম এবং ইথিওপিয়ার থেকে কল করছেন। বিশেষ করে যারা নতুন সিম কিনেছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে। বিশেষ কোন লিংকে ক্লিক করতে বলা হচ্ছে আর তাতেই ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা খোয়া যাচ্ছে।

তবে এক্ষেত্রে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন খুলে সেখানে প্রাইভেসি ক্যাটাগরিতে ব্লকড কন্টাক্টসে ঢুকতে হবে। সবার শেষে এড বাটন ক্লিক করে অজানা নম্বর ব্লক করে দিন।