সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Home Loan: আপনার EMI কতটা বা’ড়’বে জেনে নিন

গত মে মাসে রেপো রেট করেছিল আরবিআই (RBI)। 4 মে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করেছিল 0.40 শতাংশ। এবার ফের আরও একবার রেপো রেট বৃদ্ধি করল আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

কেন্দ্রীয় ব্যাঙ্ক এদিন 50 বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করেছে। এই রেপো রেট ফলে RBI-এর নতুন রেপো রেট হয়েছে 4.90 শতাংশ।

RBI গভর্নর শক্তিকান্ত দাস MPC বৈঠকের পরেই এদিন এই সিদ্ধান্তের কথা জানান। মনে করা হচ্ছে, RBI এই রেপো রেট বৃদ্ধির সঙ্গে সঙ্গেই গৃহ ঋণ, কার লোন ও ব্যক্তিগত ঋণের EMI অনেকটা বাড়বে।

আরো পড়ুন: টা’কা পেয়ে ছবি মুক্তির আগেই স’রে দাঁ’ড়া’লে’ন নুসরতের স্বামী যশ, কেঁ’দে অ’স্থি’র এনা সাহা

সাধারণ মানুষের পকেটে এর ফলে চাপ বাড়বে। তবে কতটা বাড়বে Home Loan-এর EMI অনেকেই ঠিক বুঝতে পারছেন না। RBI-এর নিয়ম অনুসারে, এখন ব্যাঙ্কগুলির গৃহঋণ মার্জিনাল কস্ট লেন্ডিং রেট এবং রেপো লিঙ্কড লেন্ডিং রেট-এর সঙ্গে যুক্ত।

RBI 2019 সালে সমস্ত ব্যাঙ্ককে নতুন হোম লোনগুলিকে এক্সটার্নাল বেঞ্চমার্কের সঙ্গে লিঙ্ক করতে বলেছিল। বলা হয়েছিল, RBI রেপো রেট কম করলেও সেই সুবিধা ব্যাঙ্ক গ্রাহকদের সেই সুবিধা প্রদান করছে না।