সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’কা পেয়ে ছবি মুক্তির আগেই স’রে দাঁ’ড়া’লে’ন নুসরতের স্বামী যশ, কেঁ’দে অ’স্থি’র এনা সাহা

আর মাত্র কয়েকটা দিন, ১০ই জুন মুক্তি পাওয়ার কথা চিনেবাদাম ছবিটি, তার আগেই টলিউডের পাড়া জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। চিনেবাদাম ছবিটির মুক্তি পাওয়ার কয়েকদিন আগেই অভিনেতা যশ দাশগুপ্ত এই ছবিটি থেকে নিজেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর মতে পরিচালক এবং প্রযোজকের সঙ্গে তাদের মতের কিছু বিরোধ হয়েছে এবং যার কারনেই তিনি এই ছবিটি থেকে নিজেকে সরিয়ে ফেলেছেন।

এই ঘটনার জেরে একেবারে বিধ্বস্ত হয়ে গেছেন এই ছবিটির প্রযোজক এবং নায়িকা এনা সাহা হঠাৎ করে কি হলো অভিনেতা যশ দাশগুপ্তের? এবং এমন একটি সময়ে তিনি এই ধরনের একটি কাজ করে বসলেন, তার জেরেই টলিপাড়ার অনেকেই যশ দাশগুপ্তর বিরোধিতা করছেন।

আরো পড়ুন: সকলকে অ’বা’ক করে ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘো’ষ’ণা মিতালি রাজের

মঙ্গলবার চিনেবাদাম ছবিটিকে ঘিরে একটি সাংবাদিক বৈঠক হয় যেখানে উপস্থিত ছিলেন পরিচালক এবং প্রযোজনা এনা সাহা এবং শিলাদিত্য মৌলিক এই বৈঠকে সম্পূর্ণভাবে ভেঙে পড়েন নায়িকা তথা প্রযোজক এনা সাহা।

এর আগেও এই সিনেমাটি বিষয়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এনা সাহা এবং যেখানে তিনি জানিয়েছিলেন, যশ একটি টুইট করেছিলেন ঠিক তারই আগের দিন তিনি অভিনেতাকে একটি মেসেজ করেছিলেন। এই ছবিটির টাইটেল ট্র্যাক শুনে অভিনেতা জানিয়েছিলেন ,যে ভীষণ প্যাথেটিক।

এই ছবিকে কেন্দ্র করে এনা সাহা এবং তাঁর টিমকে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, তবে এই ছবিটির প্রচার এর ক্ষেত্রে কোনো রকম যুক্ত থাকতে পছন্দ করেননি অভিনেতা।

এমনকি তিনি জানিয়েছিলেন যেন, এই সমস্ত প্রচার থেকেও তাকে দূরে রাখা হয়। যদিও অভিনেত্রী এনা সহ সকলেই ভেবেছিলেন যে হয়ত যশের কোন সমস্যা রয়েছে। কিন্তু অবশেষে চিনেবাদাম ছবিটির টাইটেল ট্রাক সম্পর্কে আপত্তি জানান অভিনেতা-পরিচালক শিলাদিত্যকে।

এর আগে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে এনা এবং তার সংস্থা অনেক কয়টি ছবি করেছেন কিন্তু এই ধরনের মানসিকতা তিনি আগে কখনোই দেখতে পাননি। অভিনেতা যশ দাশগুপ্ত একটি টুইট করে জানিয়েছিলেন যে, তাঁর সঙ্গে পরিচালক শিলাদিত্য মৌলিকের মতের কিছু অমিল হয়েছে যার কারণে তিনি এই সিনেমাটা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন।