সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ মাসেই তাপপ্রবাহের আ’শ’ঙ্কা রাজ্য জু’ড়ে! কোন কোন জেলা গরমে নাজেহাল হবে?

মঙ্গলবার দোল উৎসব দোলের আগে কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে ইতিমধ্যে কানাঘুষা শুরু হয়ে গিয়েছে বঙ্গবাসীর মধ্যে। এবছরের দোল নাকি অন্যান্য বারের তুলনায় অনেক বেশি উষ্ণতম হতে চলেছে। অন্তত এমনটাই বলছে, মৌসাম ভবন। আগামী সপ্তাহে রাজ্যে একাধিক জেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি হতে পারে! কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

গোটা শীতকালে দেখা যায়নি বৃষ্টি আর বসন্তকালেও বৃষ্টির মুখ দেখা যাবে না বলে পাকাপাকি জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বরং আগামী কয়েক দিন কলকাতার দিনের তাপমাত্রা রাতের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গরম বাড়বে, তার আশঙ্কা আগেই করা হয়েছিল।

পশ্চিমের জেলাগুলিতে সূর্যের প্রখর তাপমাত্রায় হাহাকার পরিস্থিতি তৈরি হতে পারে। বীরভূম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝারগ্রাম প্রভৃতি এলাকায় গরমে হাঁসফাঁস অবস্থা হবে। দক্ষিণবঙ্গের পরিস্থিতি উত্তপ্ত থাকলেও উত্তরে কিছুটা ঠান্ডার আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ তাপমাত্রা রদবদল হবে না।

আরো খবর: ক্যামেরা দেখলেই মে’জা’জ হা’রা’নো জয়া এবার অন্য মু’ডে, তবে কি কো’নো ফিল্ম আসছে বচ্চন ঘরণীর?

তবে দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দোলের দিন বঙ্গের কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। যদিও দোলের পরে কালিম্পং এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই অস্বাভাবিক গরম বজায় থাকবে গোটা মার্চ মাস তবে এপ্রিলে কি হবে তা এখনো বলা যাচ্ছে না।