সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ছবি নেটিজেনদের কালঘাম ছু’টি’য়ে দিয়েছে! কে কাকে জ’ড়ি’য়ে ধ’রে’ছে বোঝাই যা’চ্ছে না

আজ ১৪ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসার মাসে ভালবাসার মানুষের হাতে হাত রেখে চলতে পারার সুখই আলাদা। আর এই প্রেমের মাসে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বিভিন্ন প্রেমের গল্প, কবিতা, গান, সহ একটি প্রেমের ধাঁধাও। আর সেই ধাঁধার সমাধান করতে গিয়ে ভিরমি খাচ্ছে অনেকেই।

তবে এই ধাঁধাটি কিন্তু নতুন নয়। ধাঁধাটি প্রথম শেয়ার করা হয়েছিল ২০১৬ সালে! যারা সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ তাদের হয়তো চেনা চেনা লাগতে পারে এই ধাঁধাটিকে। আবারও ৬ বছর পর এই ভ্যালেন্টাইনস ডে-র আগে ফের একবার সেই পুরনো ধাঁধা নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে একটি যুগলকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে ভালো করে ছবিটা দেখে বলুনতো কে কাকে জড়িয়ে আছে? মানে প্রেমিক প্রেমিকাকে না প্রেমিকা প্রেমিক-কে?

আরো পড়ুন: তুরস্ক দেশের না’ম ব’দ’লে গেলো, নতুন নাম ঘো’ষ’ণা সেদেশের প্রেসিডেন্টের

ধাঁধাটা আপাত দৃষ্টিতে সহজ মনে এর মধ্যে জটিলতা কিন্তু রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। কিন্তু যেই আপনি প্রেমিক যুগলের পায়ের দিকে তাকাবেন তখনই সব ঘেঁটে ঘ। ছবিতে দেখা যাচ্ছে, একজনের পায়ের পাতা পিছনের দিকে! কিন্তু এ কী করে সম্ভব? ফলে কে কাকে জড়িয়ে ধরে আছে, সেটাই এবার বুঝতে পারছেন না তো?

আসলে প্রেমিকের পরনে যে শর্টস রয়েছে সেটা দুটি রং-এর। সাইডের দিকে কালো আর মাঝখানে সাদা। অন্যদিকে প্রেমিকা সাদা প্যান্ট পরেছেন। এবার প্রেমিকার প্যান্টের সাদা আর প্রেমিকের প্যান্টের মধ্যিখানের সাদা অংশ মিশে যাওয়াতেই অপটিক্যাল ইল্যিউশন তৈরি হয়েছে।