সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কার্নিভ্যাল চলাকালীন ঢু’কে গে’ল গাড়ি, চা’পা পড়ে মৃ’ত্যু ৬ জনের

বেলজিয়াম শহরে কার্নিভ্যাল উপলক্ষ্যে সারা শহর সাজানো হয়েছিল। স্বাভাবিকভাবেই রবিবারের ছুটিতে শহরের বাসিন্দারা কার্নিভ্যালে যাচ্ছিলেন। রাস্তায় ভিড় জমজমাট। এই আনন্দের মাঝেই হঠাৎ করে এক দুর্ঘটনা ঘটে গেল। স্ট্রেপি-ব্র্যাকোয়েঞ্জিস শহরে ভিড়ের মাঝেই তীব্র গতিতে ঢুকে পড়ল চলন্ত গাড়ি।

আর তাতেই ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হল। সেই সাথে বেশ কয়েকজন জখমের খোঁজ পাওয়া যাচ্ছে। ১০ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। এ কি নিছক দুর্ঘটনা নাকি সবটাই প্রিপ্ল্যান্ড্? তদন্তে নেমেছে পুলিশ।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই বেলজিয়ামের জধানী ব্রাসেলস থেকে ৫০ কিলোমিটার দূরে স্ট্রেপি-ব্র্যাকোয়েঞ্জিস শহরে আনন্দ উৎসব উপলক্ষে একটি কার্নিভ্যালের আয়োজন করা হয়।

আরো পড়ুন: আফগানিস্তানের প্রাক্তণ অর্থমন্ত্রী এখন ট্যাক্সি চালক, ছ’বি ভাইরাল

প্রায় দেড়শো মানুষের পদযাত্রার কথা ছিল। তাই রবিবার সকাল থেকেই খুশি আনন্দে মেতে উঠেছিল বেলজিয়ামবাসী। নানা রঙে রঙিন হয়ে প্যারেডের প্রস্তুতি নিচ্ছিলেন বাসিন্দারা।

কিন্তু আচমকাই প্যারেডের মাঝে তীব্র গতিতে একটি গাড়ি ঢুকে পড়ায় ঘটে গেল এক বড়সড় দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ৬ জনের ডেড বডি।

অনেককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। প্রায় পঞ্চাশেরও বেশি মানুষ জখম হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে পুলিশি তৎপরতায় ওই গাড়ির চালক-সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কার্নিভ্যাল উপলক্ষ্যে এদিন বিকেলেই স্ট্রেপি-ব্র্যাকোয়েঞ্জিসে কিং ফিলিপ ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু’র যাওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার কারণে তাঁদের নিরাপত্তার স্বার্থেই সফর বাতিল করা হয়েছে।

আরো পড়ুন: বিশ্বের বৃহত্তম কামান, মা’ত্র একবার ব্যবহার হ’য়ে’ছে! কোথায় আ’ছে এটি?

পুলিশের জিপই নাকি ওই গাড়িটিকে তাড়া করে, আর তাই ওই গাড়িটি তীব্র গতিতে ভিড়ের মাঝে ঢুকে পড়েছিল বলে খবর। আর এখানেই উঠে এসেছে নানা প্রশ্ন। কেন পুলিশের গাড়ি তাড়া করল? তবে কি এর নেপথ্যে নাশকতার ছক ছিল?

যদিও এর উত্তরে স্থানীয় পুলিশের মুখপাত্র ক্রিস্টিনা ল্যানোকো সাফ জানিয়েছেন, “এটা নিছকই একটা দুর্ঘটনা। তদন্ত চলছে কীভাবে তা ঘটল, তা জানার জন্য। এতে নাশকতার কোনো যোগ নেই।”