সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খাঁ’চা ব’ন্দি চিতা’বাঘ! স্ব’স্তি’র নিঃশ্বা’স হাতভোরাজোত এলাকা’বা’সী’র

খাঁচা বন্দি চিতাবাঘ! স্বস্তির নিঃশ্বাস হাতভোরাজোত এলাকাবাসীর

সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত হাতভোরাজোত এলাকায় খাঁচা বন্দি চিতাবাঘ। কিছুটা হলেও আ’ত’ঙ্ক’মুক্ত এলাকাবাসী। উল্লেখ গত এপ্রিল মাসের ২৬ তারিখে হাতভোরাজোত এলাকায় চিতাবাঘের হামলায় আ’হ’ত এক মহিলা। এই ঘটনায় ব্যাপক আ’ত’ঙ্ক ছড়িয়ে পড়ে।

এর পরেই স্থানীয়রা আ’হ’ত মহিলা’কে উ’দ্ধা’র করে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়। খবর দেওয়া হয় বনদপ্তরকে। এবং বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘটির খোঁজে তল্লাশি শুরু করে কিন্তু কোন কিছুই পাননি। এরপর ফের সোমবার চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে আ’ত’ঙ্ক ছড়িয়ে পড়ে। এবং গতকালই চিতাবাঘটিকে ধরতে খাঁচা পাতা হয় বনদপ্তর তরফ থেকে।

অবশেষে বনদপ্তরের পাতা খাঁচাতে খাঁচা’বন্দি হয় চিতাবাঘটি। এরপর চিতাবাঘটিকে উ’দ্ধা’র করে নিয়ে যায় বনকর্মীরা। এই বিষয়ে বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সমীরণ রাজ বলেন চিতাবাঘ ধরতে খাঁচা পাতা হয়েছিল। এবং চিতাবাঘটি খাঁ’চা ব’ন্দি হয়েছে। চিতাবাঘটিকে বেঙ্গল সাফারিতে নিয়ে যাচ্ছি চিকিৎসার জন্য।