সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আফগানিস্তানের প্রাক্তণ অর্থমন্ত্রী এখন ট্যাক্সি চালক, ছ’বি ভাইরাল

এখন আফগানিস্তানে তালিবান শাসন চলছে। ২০২১ সালের ১৫ অগস্ট দীর্ঘ ২ মাস ব্যাপি বিধ্বংসী যুদ্ধের পর কাবুলের মসনদ দখল করে নিয়েছিল তালিবান যোদ্ধারা।

অবস্থা এমনই হয়েছিল, যে কোনক্রমে পালিয়ে বেঁচেছিলেন দেশের প্রেসিডেন্ট আসরফ ঘানি। শুধুমাত্র প্রাক্তন প্রেসিডেন্টই নন, তালিবানের আফগানিস্তানের একের পর এক বাঘা বাঘা রাজনৈতিক নেতাও দেশে থেকে পালিয়ে গিয়েছিলেন।

অনেকেই বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন। তবে, আফগানিস্তানের আগের সরকারের এক শীর্ষ কর্তার এমন দুর্দাশা ছবি সামনে এসেছে, যাতে অনেকেই হতবাক হয়ে গিয়েছেন।

আরো পড়ুন: শ্রুতি ইতিমধ্যে বউ হ’য়ে গিয়েছেন! “দিদি নম্বর-১”-এ এসে স’ব প্রশ্নের উত্তর দিলেন স্বর্ণেন্দু

আফগানিস্তানের আগের অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা নিজের রোজকার জীবন চালানোর জন্য এমন কাজ করছেন যা দেখে তাঁর দুর্দশার ছবিটাই সামনে এসেছে।

তালিবানদের আক্রমণে দেশের অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন খালিদ পায়েন্দা। সেখান থেকে পালিয়ে তিনি আমেরিকাতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন।

বর্তমানে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি-তে তিনি ক্যাব চালাচ্ছেন। নামজাদা অনলাইন ক্যাব বুকিং সংস্থা উবেরের গাড়ি চালাচ্ছেন।

আরো পড়ুন: দী’র্ঘ ৮ বছরের পরিশ্রম, “ছাই” থেকে পুনরায় “কয়লা” তৈরি করলেন নি’জ’স্ব কায়দায়

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ক্যাব চালানোর পাশাপাশি তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে সহকারি অধ্যাপক হিসেবে কাজ করছেন।

আফগানিস্তানের আসরফ ঘানি সরকারের শেষ অর্থমন্ত্রী ওই সংবাদপত্রের সঙ্গে কথা বলার সময়ে জানিয়েছেন, তিনি কৃতজ্ঞ কারণ স্ত্রী ও চার সন্তান সহ পরিবারে চালানোর জন্য এই কাজ করার সুযোগ পেয়েছেন।

তিনি জানিয়েছেন, এই কাজ করতে পেরে তিনি খুশি এবং তাঁকে নিজের সংসার চালানোর জন্য এই কাজ পেতে খুব বেশি কষ্ট করতে হয়নি।