সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ্রুতি ইতিমধ্যে বউ হ’য়ে গিয়েছেন! “দিদি নম্বর-১”-এ এসে স’ব প্রশ্নের উত্তর দিলেন স্বর্ণেন্দু

বাংলা টেলিভিশনের অন্যতম একজন বিখ্যাত অভিনেত্রী শ্রুতি দাস। শ্যাম বর্ণা হবার কারণে তাকে বহুবার উপহাসের সম্মুখীন হতে হয়েছে। এই শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার বহুবার হয়েছেন উপহাসে শিকার।

অভিনেত্রী এবং পরিচালকের প্রেম, ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি জানার জন্য আগ্রহী হয়ে থাকেন সাধারন মানুষ। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী আদৌ কি খুশি? ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের সম্ভাবনা কতখানি? তা জানার জন্য আমরা সবসময় উৎসুক হয়ে থাকি।

কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে তিন বছর ধরে একসঙ্গে সংসার করছেন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার। রবিবার দিদি নাম্বার ওয়ান নামক অনুষ্ঠানে হোলি স্পেশাল পর্বে এসেছিলেন স্বর্ণেন্দু এবং শ্রুতি।

আরো পড়ুন: বিশ্বের বৃহত্তম কামান, মা’ত্র একবার ব্যবহার হ’য়ে’ছে! কোথায় আ’ছে এটি?

অভিনেত্রী অনুষ্ঠানে এসে জানালেন, গত তিন বছর ধরে এক সঙ্গে রয়েছেন তারা। এই প্রথমবার প্রেমিকের হাতে আবির মাখলেন তিনি। রাঙ্গিয়ে তুলে নিজেকে।

আরো পড়ুন: বিশ্বের বৃহত্তম কামান, মা’ত্র একবার ব্যবহার হ’য়ে’ছে! কোথায় আ’ছে এটি?

রচনা যখন শ্রুতিকে জিজ্ঞাসা করেন, বিয়েটা তাহলে কবে করছেন শ্রুতি এবং স্বর্ণেন্দু? তখন অভিনেত্রী বলেন, বিয়ে নিয়ে এখনো কোনো উদ্যোগই হচ্ছেন না স্বর্ণেন্দু। তিনি জানেন না তবে তিনি বিয়ে করবেন।

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

অবশ্য এই পথ যদি না শেষ হয়, ধারাবাহিকের পরিচালকের বক্তব্য, বিয়েটা তিনি শুধুমাত্র সামাজিকতা রক্ষার খাতিরে করবেন। শ্রুতি ইতিমধ্যেই তার স্ত্রী হয়ে গেছেন। একজন স্ত্রী যা যা করেন, সব করেন শ্রুতি। তাই বিয়ে মানেই সামাজিক রক্ষা নিয়ম ছাড়া অন্য কিছু নয়।

আরো পড়ুন: দোলের ছুটিতে স’ব রেকর্ড ভে’ঙে চুরমার, রাজ্যে ম’দ বি’ক্রি হলো ২০০ কো’টি’র

ত্রিনয়নী সিরিয়ালের প্রথম আলাপ হয়েছিল স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতির। এরপর থেকেই শুরু হয় প্রেম। ত্রিনয়নীর পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার। তিনি শ্রুতির থেকে প্রায় 14 বছরের বড়।

প্রথমদিকে অবশ্য স্বর্ণের ওপর বেজায় রেগে থাকতেন তিনি। ধীরে ধীরে বন্ধুত্ব শুরু হয় তাদের মধ্যে, ভালোবাসাটা প্রথমে শ্রুতির দিক থেকেই শুরু হয়। স্বর্ণেন্দু প্রথমে রাজি না হলেও শ্রুতির কাছে পরবর্তীকালে হার মানতে হয় তাকে। শুরু হয়ে যায় তাদের যাত্রা।