সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’জ কো’ন শ’হ’রে ক’ত দা’ম পে’ট্রো’ল-ডি’জে’লে’র? দে’খে নি’ন

আজ কোন শহরে কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন

চলতি সময়ে গোটা বিশ্ব জুড়ে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে জে’র’বা’র মধ্যবিত্ত সাধারণ মানুষ। পেট্রোল-ডিজেলের দাম কমার কোনো নামই নেই। এমতাবস্থায় সাধারণ মানুষ জ্বালানির দামের ছ্যাঁ’কা থেকে প্রা’ণ বাঁ’চা’তে নিজস্ব গাড়ির পরিবর্তে গণপরিবহনেই যাতায়াত করছেন। এছাড়া কয়েকটি সমীক্ষা থেকে এও জানা গেছে যে, জ্বালানি কিনতে যেহেতু বেশি টাকা খরচ হচ্ছে তাই অনেকেই সংসারের অন্যান্য খরচাপাতি কমিয়ে দিচ্ছেন। ফলে সংসারের স্বাভাবিক জীবনেরও কেমন তাল কেটে যাচ্ছে।

জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও লা’ফি’য়ে লা’ফি’য়ে বেড়ে চলেছে। সাধারণ সবজি থেকে শুরু করে মুদিদ্রব্য কোনোকিছুর দামই পিছিয়ে নেই। পরিবহণ খরচ বাড়ার জন্যই সব জিনিসের দাম বাড়ছে বলে দাবি করছে কোম্পানিগুলি। চলুন তাহলে দেখে নেওয়া যাক, বুধবার পেট্রোল-ডিজেলের দাম কোন শহরে কত রয়েছে?

১) কলকাতায় পেট্রল-ডিজেলের দাম :
তিলোত্তমা নগরীতে পেট্রোল-ডিজেলের দাম মুম্বইয়ের তুলনায় অনেক কম। তবে দিল্লির তুলনায় আবার বেশি। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম রয়েছে 115.12 টাকা। পাশাপাশি, লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 99.83 টাকা।

২) দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম :
দেশের চারটে মেট্রো শহরের নিরিখে রাজধানী দিল্লিতে জ্বালানির দাম বেশ অনেকটাই কম। এই শহরে লিটার প্রতি পেট্রোল 105.41 টাকা। প্রতি লিটার ডিজেল 96.67 টাকা।

৩) মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম :
দেশের বাণিজ্যনগরী মুম্বইতে জ্বালানির দাম এক্কেবারে নাগালের বাইরে। এই শহরে পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে 120.51 টাকা। আর প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 104.77 টাকা। অর্থাৎ এই শহরে জ্বালানির দাম সবচেয়ে বেশি।

৪) চেন্নাইতে পেট্রোল-ডিজেলের দাম :
দক্ষিণের এই শহরে পেট্রোলের দাম প্রতি লিটার 110.89 টাকা দরে। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম 100.94 টাকা৷ দেখা যাচ্ছে, এই শহরেও জ্বালানির জ্ব’লু’নি অব্যা’হত রয়েছে। এখানে পেট্রোলের দাম কলকাতার তুলনায় সস্তা হলে কি হবে! ডিজেলের দাম বেশ অনেকটাই বেশি।