সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আধার কার্ডের সা’থে রেশন কার্ডের লিংকের শে’ষ সময় বেঁ’ধে দি’লো রাজ্য, আজই সেরে নিন এই কা’জ

ইতিমধ্যেই রাজ্য সরকারের অধীনস্থ খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, ৩০ দিনের মধ্যেই করে ফেলতে হবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের কাজ। পাশাপাশি, আগামী ১৯ মার্চের মধ্যেই সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে বলেও জানা গিয়েছে।

আসলে, বেশ কয়েক বছর ধরেই ভুয়ো রেশন কার্ড দেখিয়ে বা মৃত মানুষের নামে কার্ড ব্যবহার করে রেশন তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। মাঝে মধ্যেই এই ধরণের ঘটনা স্থান পায় খবরের শিরোনামেও।

এদিকে, খাদ্য শস্যের এভাবে অহেতুক অপচয় রুখতেই এবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের বিষয়টি দ্রুত শেষ করতে চাইছে সরকার।

আরো পড়ুন: এখনই কিনুন ফ্রিজ ও এসি, বি’রা’ট দা’ম বা’ড়’তে চলেছে গ্রীষ্মে

যদিও, যতদিন না ওই প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড বা ব্যাঙ্কের পাসবুক দেখিয়ে সাধারণ মানুষ খাদ্য সাথী প্রকল্পের সুবিধা নিতে পারবে বলে জানিয়েছে সরকার।

আরো পড়ুন: সুপারস্টার হলেও সকলেই তা’কে দূ’রে রেখেছিলেন! একাকিত্বের য’ন্ত্র’ণা ভা’গ করে নিলেন মিঠুন চক্রবর্তী

খাদ্য দফতরের তরফে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ করার বিষয়ে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, এই রাজ্যে দুই ধরণের রেশন কার্ডের জন্যই বাধ্যতামূলক করা হচ্ছে আধার কার্ড।