সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ্বালানির দা’ম কমতে পা’রে লিটার প্র’তি প্রায় ৩৫ টা’কা! কেন্দ্রের এই পদক্ষেপের দি’কে তাকিয়ে দেশ

এবার পেট্রোলের দাম কমানোর পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। এতদিন ক্রমাগত পেট্রোলের দাম বাড়তে বাড়তে ক্রমাগত সেই দাম সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছিল। এবার এক ধাক্কায় লিটার প্রতি পেট্রোলের দাম ৩৫ টাকা কমতে চলেছে। বিকল্প জ্বালানি হিসেবে ইথানল ব্যবহারের পন্থা অবলম্বন করা হচ্ছে। যে কারণে স্বভাবতই পেট্রোলের দাম কিছুটা কমতে চলেছে। যদি জ্বালানির দাম কমে তাহলে স্বভাবতই জিনিসপত্রের দাম কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়কড়ি সম্প্রতি জানালেন, আগামী ১০ দিনের মধ্যেই Flex-Fuel engines নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। Flex-Fuel বা ফ্লেক্স জ্বালানির অর্থ হল ফ্লেক্সিবেল ফুয়েল যা পেট্রলের পরিবর্তে ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। এই জ্বালানি ব্যবহার করলে আগামী দিনে জ্বালানির দাম প্রতি লিটারে ৬০ থেকে ৬২ টাকায় নেমে আসবে বলে অনুমান করা হচ্ছে।

প্রসঙ্গত বর্তমানে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে বাড়তে প্রায় ১০০ টাকার উপরে চলে গিয়েছে। এমতাবস্থায় ইথানল ব্যবহার করে যদি জ্বালানির দাম কমে সেক্ষেত্রে প্রায় ৪০ শতাংশ দাম কমতে চলেছে। ব্রাজিল, কানাডা এবং আমেরিকার অটোমোবাইল সংস্থাগুলি বর্তমানে ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন তৈরি করছে। এই দেশের গাড়ি ব্যবহারকারীরা ১০০ শতাংশ পেট্রল বা ১০০ শতাংশ বায়ো-ইথানল ব্যবহার করতে পারেন।

বর্তমানে লিটার প্রতি পেট্রলে ৮.৫ শতাংশ ইথানল মেশানোর অনুমোদন রয়েছে। ২০১৪ সালে ১.৫ শতাংশ ইথানল মেশানো যেত। আগামী দিনে যানবাহন চালানোর ক্ষেত্রে ইথানলের ব্যবহার দূষণমুক্ত, স্বদেশী এবং সাশ্রয়ী হতে চলেছে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় আধিকারিকেরা।