সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখনই কিনুন ফ্রিজ ও এসি, বি’রা’ট দা’ম বা’ড়’তে চলেছে গ্রীষ্মে

বেজে উঠেছে যুদ্ধের দামামা। স্বাভাবিকভাবেই একটি যুদ্ধের প্রভাব পড়ে সারা বিশ্বজুড়ে। শেয়ারবাজারে বিনিয়োগ ইতিমধ্যেই জোর ধাক্কা খেয়েছে নেই যুদ্ধের ফলে। কিন্তু এই যুদ্ধের প্রভাব শুধুমাত্র শেয়ারবাজারে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়, বরং এই যুদ্ধের প্রভাব পড়বে আপনার এবং আমার মত সাধারন মানুষের জীবনে। আপনি বল আমি কিভাবে প্রভাব গ্রস্থ হবে চলুন সেটাই আজকে আলোচনা করে নেওয়া যাক।

আর কিছু দিনের অপেক্ষায়, তারপরেই আসতে চলেছে গ্রীষ্ম। গ্রীষ্মকাল মানেই আমাদের শান্তির জায়গা ফ্রিজ এবং শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র। আর্থিক এই দুটি জিনিসের দাম বাড়তে চলেছে আগামী দিনে। এই দুটি জিনিস ছাড়াও বাড়িতে স্মার্ট টিভি যদি কিনতে চান আপনি তাহলে জেনে রাখুন স্মার্ট টিভিরও দাম বাড়তে চলেছে আগামী দিনে।

ইউক্রেনের ভেতরে রুশ ঢুকে পড়ার পাশাপাশি তামা, এলমনিয়াম এবং প্লাস্টিকের মত কাঁচামালের দাম চড়চড় করে বেড়ে গেছে বাজারে। ইউক্রেন থেকে যদি এই সমস্ত কাঁচামালের আমদানি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে আগামী দিনে দাম আরো বেশি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ফ্রিজ অথবা এসি কেনার যে ইচ্ছা থাকে তাহলে আজকে কিনে নিন আপনি।

আরো পড়ুন: মার্চ মাসে অনেক কয়েকদিন ব’ন্ধ থাকবে ব্যাংকের দরজা, রইলো তা’লি’কা

গড্রেজ অ্যাপ্লায়েন্স এর ব্যবসায়িক প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট কমল নন্দী এই বিষয়ে জানিয়েছেন, পুরুষ এবং ইউক্রেনের সংঘাতের প্রভাব করতে চলেছে বৈদ্যুতিক পণ্যের বাজারে।

লোহা আকরিক এবং স্টিলের দাম আকাশছোঁয়া হতে পারে আগামী দিনে। যতটুকু কাঁচামাল মজুদ আছে ততটুকুই আপাতত পরিস্থিতি সামাল দেয়া যাবে কিন্তু মার্চ মাসের পর থেকে পরিস্থিতি সামাল দেয়া প্রায় অসম্ভব হয়ে উঠবে।

আরো পড়ুন: সুপারস্টার হলেও সকলেই তা’কে দূ’রে রেখেছিলেন! একাকিত্বের য’ন্ত্র’ণা ভা’গ করে নিলেন মিঠুন চক্রবর্তী

কনজিউমার এন্ড অ্যাপ্লায়েন্স ম্যানুফেকচার অ্যাসোসিয়েশনের বক্তব্য অনুযায়ী, জানুয়ারিতে কিছুটা দাম বেড়েছে এই সমস্ত পণ্যের। আগামী দিনে যুদ্ধের প্রভাব পড়লে মার্চ মাস থেকে আরও একবার দাম বাড়তে পারে ফ্রিজ এসি এবং স্মার্টফোনের।