BREAKING: ধীরে ধীরে বাতিলের পথে ২০০০ টাকার নোট! RBI এর তরফ থেকে বিশেষ তথ্য প্রকাশ

34

নোট বাতিল করে লাভের লাভ কী হল, সেই পুরোনো প্রশ্নটাই ফের উঠছে দেশের বিভিন্ন মহলে। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের সেই অপ্রস্তুত অভিজ্ঞতা এখনো মানুষের মন থেকে ঠিকঠাক ভাবে মুছে যায়নি। রিজার্ভ ব্যাংক সূত্রে খবর সেই দুর্বিষহ পরিস্থিতি পুনরায় ফিরতে পারে নাগরিকদের জিবনে।

এই রকম আপডেট পেতে লাইক করুন

এর পাশাপাশি জানা গেছে, ২,০০০ টাকার নোটের পরিমাণ ৩৬৬.৩ কোটি থেকে কমে ৩২৯.১ কোটি-তে নেমে এসেছে। অথ্যৎ বাতিলের পথে এগোচ্ছে নতুন ২০০০ টাকার নোট। অন্যদিকে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা এনআইএ-র তদন্ত রিপোর্ট অনুযাই জানা যাচ্ছে, দেশের বাজার ছেয়ে গিয়েছে উচ্চমানের ২০০০ টাকার জাল। জার ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ রাখা হয়েছে আপাতত।

এই রকম আপডেট পেতে লাইক করুন