BREAKING: বিশ্বে মহামারীর মধ্যে রাশিয়ার দ্বীপে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

করোনা আতঙ্কের মাঝে এবার নতুন করে হানা আনলো ভূমিকম্প। রাশিয়ার পূর্ব অঞ্চলের কুড়িল দ্বীপে 7.2 মাত্রার জোরালো ভূমিকম্প আঘাত হানে। এই জোরালো ভূমিকম্পের কারণে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ভূপৃষ্টের 56 কিমি নিচে এই কম্পন অনুভূত হয়। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। তবে ভূমিকম্পের ফলে 5600 কিমি দূরে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, তবে পরে সতর্কতা উঠিয়ে নেওয়া হয়।

যেখানে আঘাত হেনেছে ভূমিকম্প সেখানে কুরলি দ্বীপে ছোট শহর আছে। সেখানে জনসংখ্যা মাত্র 2500, ভূমিকম্পের তীব্রতা এতই ছিল যে অনেকের বাড়ি হেলে পড়েছে, তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।