সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মৃ’ত্যু হয়েছিল ২ বছর আগেই! ছেলেকে সবসময় কা’ছে পে’তে সিলিকন মূ’র্তি তৈরি করলেন মা

মা বাবার কাছে তাঁদের সন্তান খুবই মূল্যবান। মা বাবা সর্বদা নিজেদের কষ্টে রেখেও তাঁদের সন্তানদের ভালো রাখতে চায়, আনন্দে রাখতে চায়। সন্তানের মুখের হাসি দেখেই সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় মা বাবা। মোট কথা সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য মা বাবারা সব কিছু করতে পারে।

সন্তানদের মধ্যেই মা বাবা পূর্ণতা খুজে পায়, শান্তি খুজে পায়। কিন্তু ভাগ্যের পরিহাস এমন থাকে যা সহ্যের বাইরে। মা আবাবার কাছে সন্তানদের মৃত্যু শোক কতটা কষ্টের সেটা ভাষায় প্রকাশ করা কষ্টের। এই বেদনার বহিঃপ্রকাশ অনেক মা বাবাই করে না।

কিন্তু তাঁদের কষ্টে ভেতরটা পুড়ে ছারখার হয়ে যায়। এমনই একটি ঘটনা ঘটেছে এক মায়ের সাথে। তিনি তাঁর ছেলেকে হারিয়েছে চিরতরের জন্য। কিন্তু মায়ের মন বলে কথা। নিজের ছেলেকে পাশে রাখার জন্য এক অভিনভ পন্থা অবলম্বন করেছে।

আরো পড়ুন: ইউক্রেন-রাশিয়ার সং’ঘা’তে এই মুসলিম দেশে খাদ্যের অ’ভা’ব দে’খা দিয়েছে, সা’হা’য্য চা’ই’লো ভারতের কাছে

সন্তানের অনুপস্থিতি ভোলার জন্য নিজের ছেলের সিলিকনের মূর্তি বানিয়েছেন মা। যাতে ছেলেকে সর্বদা পাশে পায় সে।
এই ঘটনাটি তামিলনাড়ুর ওদ্দামচাতরামের বিনোভা নগরের, সেখানে পাসুমকিঝির নামে এই মা তাঁর ছেলেকে পাশে রাখার জন্য এমনটা করেছে।

প্রায় ২ বছর হয়েছে তাঁর ছেলে মারা গেছে, মারা যাওয়ার পর স্বাভাবিকভাবেই মা যখন একেবারেই ভেঙ্গে পরেছিলেন। তাঁর ছেলের শোক কিছুতেই ভুলতে পারছিলেন না সে। কোনোমূল্যেই হোক তাঁর ছেলেকে সে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছিল। জানা যায় তাঁর ছেলের মৃত্যু হয়েছিল রবিবার।

আরো পড়ুন: মৎস্যজীবীর বড়শিতে লা’গ’লো হ্যাঁচকা টা’ন, নৌকায় তুলতেই ঝাঁ’পি’য়ে পড়লো দৈত্যাকার

২ বছর পর এক রবিবারেই তাঁর ছেলের মূর্তি প্রতিষ্ঠা করে সেই মা। আসলে ছেলেটির নাম পান্ডিরাই, সে চেয়েছিলেন তাঁর কান ছিদ্র করার অনুষ্ঠান যেন ধুমধাম করে মানানো হয়, তাঁর মাও তাঁর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তাঁর আগেই পান্ডিরাই মারা যান।

কিন্তু ও যে বললাম মায়ের মন, সে তাঁর ছেলের সিলিকনের মূর্তি বানিয়ে ছেলের কান ছিদ্র করার অনুষ্ঠান পালন করেন। তাও একেবারে ধুমধাম করে। যেখানে উপস্থিত থাকে পরিবারের লোকজন, আত্মীয়স্বজন।