সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরানো শতাব্দী এক্সপ্রেসের ব’দ’লে ছু’ট’বে বন্দে ভারত! স্লিপার কো’চ নিয়ে বড় চি’ন্তা ভা’ব’না

ভারতীয় রেলের পরিকল্পনা এমনটা অনেক আগের থেকেই ছিল। এবার সেটা প্রকাশ্যে এল। কারণ শীঘ্রই শতাব্দী এক্সপ্রেসের বদলে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। খুব কম সময়ের মধ্যে মানুষের মধ্যে দারুণভাবে জনপ্রিয় হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। সেমি হাইস্পিড এর এই ট্রেন তুমুল সফল, এই ট্রেনের পরিষেবা, ডিজাইন সবকিছুই টপনচ।

যার কারনে ভারতীয় রেল এবার শতাব্দী এক্সপ্রেসের বদলে বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নিয়েছে। হয়তো এখনো তার কাজ শুরু হয়নি ঠিকই কিন্তু আগামীতে এমনই করার চিন্তাভাবনা রয়েছে। বর্তমানে দ্রুতগামী ট্রেন হিসেবে বন্দে ভারত এক্সপ্রেসই সবার উপরে। এদিকে রাজধানীও রয়েছে।

কিন্তু একটা সময় রাজধানীকেও রিপ্লেস করার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। রাজধানী এক্সপ্রেসের রিপ্লেস এর খবর এখনো না আসলেও শতাব্দী এক্সপ্রেস এর খবর একদম ঠিক। অবশ্য শুরু থেকেই রেলের এরকম পরিকল্পনা ছিল।

আরো খবর: বি’য়া’র পা’ন করলে কি সত্যিই কিডনিতে পাথর জ’ম’তে পা’রে না? গবেষকরা কি বলছেন?

বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস লম্বা রুটে চালানো একটু মুশকিল কারণ সমস্ত চেয়ার কার। আগামীতে বন্দে ভারতেও স্লিপার কারের ব্যবস্হা করা হবে বলে শোনা যাচ্ছে।

সেই ক্ষেত্রে ভাড়ার পরিবর্তন ঘটবে সেটা স্বাভাবিক, কিন্তু অন্যান্য ট্রেনের তুলনায় বন্দে ভারত এক্সপ্রেসের দারুন পরিষেবা সবার ওপরে। মোটকথা আগামী ভবিষ্যতে ভারতীয় রেলের বন্দে ভারত নিয়ে অনেক বড় বড় পরিকল্পনা রয়েছে এটা এখন থেকেই বোঝা যাচ্ছে।।