সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মৎস্যজীবীর বড়শিতে লা’গ’লো হ্যাঁচকা টা’ন, নৌকায় তুলতেই ঝাঁ’পি’য়ে পড়লো দৈত্যাকার

মাছের নাম শাপলা পাতা, এর আগে নাম শুনেছেন? ২০০ কেজির বেশী ওজনের মাছ ধরা পরল এবার জেলেদের জালে। হঠাৎ করেই বড়শিতে টান, টান কিন্তু যেই সেই নয়।

সোমবার জেলেদের হাতে ধরা পড়া এই বিশাল আকৃতির মাছ নৌকো থেকে নামতেই দারুন শোরগোল পড়ে যায় এলাকায়। চট্টগ্রামের বঙ্গোপসাগরের উপকূলে এই মাছটি ধরা পড়ে।

যা নিয়ে তুমুল শোরগোল মৎস্যজীবীদের মনে, কারণ তারা দারুন খুশি। হয়তো এত বড় মাছ তারা কখনোই চোখে দেখেনি। পরে জানা যায় বুধবারও নাকি এই মাছ ধরা পড়েছিল জেলেদের জালে।

আরো পড়ুন: চাকরি ব’দ’লে ফেললেই কি পিএফ-র টা’কা তু’লে নেওয়া উচিত? জেনে নিন

তবে মোহাম্মদ নামে এক জেলে গত রবিবার বড়শি পাতে, আর সেখানেই ধরা পরে এই শাপলাপাতা মাছ। এত বড় ওজনের মাছ দেখতে পেয়ে তাড়াহুড়ো করে, উপকূলের নিয়ে আসে তারা।

এক সপ্তাহের মধ্যেই এমন দানবাকৃতি দুটি মাছ ধরা পড়েছে জেলেদের জালে, যার কারণে দারুণ উচ্ছ্বসিত তারা। এর আগে এমন বড় সাইজের মাছ ধরা দেয়নি তাদের জালে। তবে জানা গেছে, এই শাপলাপাতা মাছের নাকি মোট ১৬ টি প্রজাতি রয়েছে।

যার মধ্যে ৮-১০ টি বাংলাদেশেই পাওয়া যায়।তবে এর মধ্যে নাকি পিতাম্বরী বা নাঙলা ও ঘণ্টি শাপলাপাতা মাছ প্রায় বিলুপ্ত প্রায়। তাই বাংলাদেশ সরকার এই দুটি প্রজাতির মাছ কে মহাসঙ্কটপন্ন বলে ঘোষণা করেছেন।