সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঐন্দ্রিলা শর্মার এই সিরিয়াল ও ফিল্ম চিরকাল দর্শকদের ম’নে থাকবে

বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন ঐন্দ্রিলা শর্মা। বর্তমানে তিনি আর বেঁচে নেই। প্রায় দুমাস কেটে গেছে চলে গেছেন তিনি এই পৃথিবী ছেড়ে কিন্তু এখন তিনি বেঁচে থাকলে তাঁর ২৫ বছরের জন্মদিন পালন হতে পারত। আর এই দিনটিতে অভিনেত্রীকে তাই আরও বেশি করে মনে পড়ছে দর্শকদের। স্বল্প জীবনে তিনি বাংলা সিনেমা এবং সিরিয়ালে তার এমন কিছু অবদান রেখে গিয়েছেন যেগুলো ভোলা যাবে না কখনও।  এক নজরে দেখে নিন ঐন্দ্রিলা অভিনীত ৫ টি সিনেমা এবং সিরিয়াল যা তাঁকে সকলের কাছে জনপ্রিয় করে রেখেছে।

ঝুমুর : ২০১৭ সালে এই সিরিয়ালের হাত ধরেই বাংলা টেলিভিশনের পর্দায় পা রেখেছিলেন ঐন্দ্রিলা। এখানেই তার প্রথম আলাপ হয় সব্যসাচী চৌধুরীর সঙ্গে। প্রথম সিরিয়ালেই ঐন্দ্রিলার সহ অভিনেতা হয়েছিলেন সব্যসাচী। এখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

জিয়ন কাঠি : ঝুমুর ধারাবাহিকের পর জিয়ন কাঠি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান ঐন্দ্রিলা। দ্বিতীয় এই সিরিয়ালটি থেকেই তিনি অনেক জনপ্রিয়তা পেতে শুরু করেছিলেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চলেছিল এই সিরিয়াল। এই সিরিয়ালে প্রথমে তার বিপরীতে জয় মুখার্জীকে দেখা গিয়েছিল। তারপর সোমরাজ মাইতি ঐন্দ্রিলার বিপরীতে অভিনয় করেন।

আমি দিদি নম্বর ১ : এটা ছিল ঐন্দ্রিলা অভিনীত প্রথম বাংলা ছবি। ২০২০ সালের এই ছবির হাত ধরে বড় পর্দায় পা রেখেছিলেন ঐন্দ্রিলা। ছবিতে তার সহ অভিনেতা হিসেবে ছিলেন ‘মিঠাই’ সিরিয়াল খ্যাত অভিনেতা আদৃত রায়। এই ছবিটি ছিল ঐন্দ্রিলার জীবনের প্রথম বাংলা ছবি। অভিনয় কেরিয়ার শুরু করার ৩ বছরের মাথাতেই তিনি এই সুযোগটি পেয়েছিলেন।

লাভ ক্যাফে : আমি দিদি নাম্বার ১ দিয়ে বড় পর্দায় পথচলা শুরু হওয়ার পর ঐন্দ্রিলা আরও একটি সিনেমাতে অভিনয় করেছিলেন। এই সিনেমার নাম ছিল লাভ ক্যাফে। সিনেমাটিতে তার সঙ্গে সহ অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন বাংলা সিরিয়ালের আরেক জনপ্রিয় অভিনেতা হৃতজিৎ মুখার্জি।

ভাগাড় : শুধু সিরিয়াল এবং সিনেমা নয়, ঐন্দ্রিলা একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন। মৃত্যুর আগে এটাই ছিল তার শেষ প্রজেক্ট। এই সিরিজে ঐন্দ্রিলার সঙ্গে সব্যসাচী চৌধুরীও অভিনয় করেছিলেন। এছাড়া রজতাভ দত্ত, অম্লান মজুমদাররাও ছিলেন এই সিরিজটিতে ছিলেন।