Home রাজ্য এ বছর গরমের ছুটিতে ১০ দিন স্কুল বন্ধ থা’ক’বে, ঘো’ষ’ণা নবান্নের

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ বছর গরমের ছুটিতে ১০ দিন স্কুল বন্ধ থা’ক’বে, ঘো’ষ’ণা নবান্নের

হাড় কাপানো শীত পড়েছে বাংলায়। কিন্তু এই শীতেও কোন ছুটি বরাদ্দ হয়নি স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য। এবার নবান্ন থেকে বড় খবর চলে এলো। আর মাত্র কয়েকটা মাস পরেই গরম পড়বে। আর গরমের ছুটিতে দশ দিন বন্ধ থাকবে স্কুল। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

নবান্ন থেকে শনিবার বার্তা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে এবার গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হবে দশ দিন। ২৪ শে মে থেকে এই ছুটি শুরু হবে আর চলবে ৪ ঠা জুন পর্যন্ত। টানা লম্বা ১০ দিনের এই ছুটিতে গরম গরম রুটি খেতে পারবে ছাত্র-ছাত্রীরা।

তবে শিক্ষা দপ্তর বলছে এর আগে প্রায় একমাস গরমের ছুটি দেওয়া হতো। এবারে নিয়মে কেন পরিবর্তন হলো। আসলে গত দুবছর করোনার প্রকোপে পড়াশোনা হয়নি বললেই চলে । তার উপর আবার অতিরিক্ত গরম পরায় গত বছর ছুটি বাড়ানো হয়েছিল স্কুল কলেজ গুলিতে।

আরো খবর: ভারতীয় সীমানার শে’ষ গ্রাম এটি, দেবী সরস্বতী নাকি এখানেই জ’ন্মে’ছিলেন!

তাই এবার ছুটির মেয়াদ অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে শিক্ষা দপ্তর সূত্রে। তবে নবান্ন সূত্রে আরও জানানো হয়েছে স্থান এবং ভৌগোলিক আবহাওয়ার তারতম্য বিচার করে ছুটির পরিমাণ কিছুটা বাড়ানো যেতে পারে।

একদিকে জমিয়ে শীত পড়েছে তাই আবহাওয়াবিদরা মনে করছেন এবারের জমিয়ে গরমও পড়তে পারে। শীতের তুলনায় গরমে স্কুলে যেতে বেশি সমস্যা হয় পড়ুয়াদের। তাদের কথা মাথায় রেখে গরমের ছুটিতেই বেশি প্রাধান্য দিয়ে থাকে শিক্ষা দপ্তর।