সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব’ড়ো ডাইনোসরের ক’ঙ্কা’ল আবিষ্কৃত হ’লো পর্তুগালে

সময়ের সাথে সাথে অনেককিছুর পরিবর্তন ঘটে। কোনো কিছুই আর এক থাকে না। একটা যুগ ছিল ডাইনোসরের যুগ, বাস্তবে এরা রীতিমতো গোটা পৃথিবী দাপিয়ে বেড়াত। আর এখন সেই ভয়ানক প্রাণীর কোনো অস্তিত্বই পৃথিবীতে নেই। সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন ডাইনোসরের দেখা পাওয়া মানে টিভির পর্দায় শুধুমাত্র অ্যানিমেশন। পর্তুগালের জীবাশ্মবিদরা এখনও পর্যন্ত সবথেকে বড় ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল আবিষ্কার করলেন।

চলতি বছরের অগস্টের শুরুতে মধ্য পর্তুগালের পম্বলের কাছে একটি বাড়ির বাগান থেকে পর্তুগিজ এবং স্প্যানিশ বিজ্ঞানীরা বিশালাকার ডাইনোসরের হাড়গুলি উদ্ধার করেন। প্রায় 150 মিলিয়ন বছর আগে এরা পৃথিবীতে বিচরণ করত বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, এটি একটি তৃণভোজী ডাইনোসর যা 12 মিটার (39 ফুট) চওড়া এবং 25 মিটার দীর্ঘ। দেহাবশেষগুলিকে একটি সৌরোপড বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে লিসবন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ফ্যাকাল্টি এবং জীবাশ্মবিদ এলিজাবেত মালাফাইয়ার বক্তব্য,”এটি ইউরোপে সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় নমুনাগুলির মধ্যে একটি।” এবারে জীবাশ্মবিদরা প্রায় তিন মিটার লম্বা একটি পাঁজরের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন।

আরো পড়ুন: সুশান্তকে ভু’লে গ্ল্যা’মা’রা’স লু’কে রিয়া চক্রবর্তী, এতো টা’কা কো’থা থেকে আসছে? প্রশ্ন নেটিজেনদের

এর আগে জায়গাটির সম্প্রসারণের জন্য পথ তৈরি করতে গিয়ে 2017 সালে এই একই স্থানে বাগান মালিক জীবাশ্মের টুকরো প্রথম বারের জন্য দেখতে পেয়েছিলেন। আর এর পরেই তিনি জীবাশ্মবিদদের সঙ্গে যোগাযোগ করেন। তারা চলতি বছরের আগস্টের শুরুতে ডাইনোসরের কঙ্কালের অংশ খুঁজে বের করে তা নিয়ে পরীক্ষাও শুরু করে দেন।

সৌরপডদের লম্বা ঘাড় এবং লেজ আছে। এই ধরনের তৃণভোজী ডাইনোসরগুলি বৃহত্তম প্রাণীগুলির মধ্যে একটি। পোম্বালের মন্টে আগুডো সাইটে আবিষ্কৃত জীবাশ্মগুলি সবথেকে আগেকার জুরাসিক যুগে বসবাস করা ব্র্যাকিওসোরিডের বলে মনে করা হচ্ছে।