সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাকরি ব’দ’লে ফেললেই কি পিএফ-র টা’কা তু’লে নেওয়া উচিত? জেনে নিন

বর্তমান সময়ে যারা বেসরকারি চাকরি করে থাকে, তাদের মধ্যে চাকরি পরিবর্তন করার একটা ঝোঁক দেখা যায়। কারণ সুযোগ আসলে বেশী বেতন ও ভালো চাকরি কেই বা না করতে চায়। ভালো সুযোগ হাতছাড়া করা উচিৎ নয়।

বিশেষ করে এই যুব সমাজের মধ্যে এই লক্ষণ চোখে পড়ে, ভালো বেতন পদোন্নতি সহ আরো বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে তারা চাকরি বদল করে থাকে। কিন্তু কি শুধু চাকরি বললেই হবে, গত বছর সেই চাকরি করা হয়েছে।

সেই ক্ষেত্রে যে পিএফ বা প্রভিডেন্ট ফান্ড আছে, সেখানকার টাকার কি হবে? তাহলে কি চাকরি বদলে ফেলার সাথে সাথে সেই টাকাও তুলে ফেলা উচিত? এই ধরনের প্রশ্ন মাথায় ঘুরতে থাকে সবার।

আরো পড়ুন: গোয়েন্দা হওয়ার সু’যো’গ দি’চ্ছে এই কেন্দ্রীয় সংস্থা, আজই করুন আবেদন

কার্টুন পুরনো যে সংস্থায় চাকরি করে যে টাকা জমেছে প্রভিডেন্ট ফান্ডে। সেটা নিশ্চয়ই নতুন কোম্পানিতে চাকরি করার সময় আর পাওয়া যাবে না। তাই চাকরি বদল করার সাথে সাথেই টাকাটা তুলে ফেলা উচিত, তাই না?

তবে বিশেষজ্ঞদের চিন্তাভাবনা আলাদা। তারা মনে করে পিএফের টাকা বার বার তোলা উচিত নয়। আপনি হয়তো নিজের ইচ্ছামত চাকরি বদল করছেন ঠিকই।

পিএফ এর জন্য একটি একাউন্ট ই যথেষ্ট তাই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন থাকলে নতুন পিএফ অ্যাকাউন্টের কোনও প্রয়োজন নেই।

আরো পড়ুন: বাবা মা’র খা’চ্ছে, ছেলে আমেরিকায় ব’সে লাইভ দেখলেন, কিন্তু এরপর যা হ’লো

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড তুলনামূলক বেশি সুদ দেয়। সাম্প্রতিক পরিবর্তনের পর ইপিএফ এ ৮.১% সুদ দেওয়া হয়।