সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজকের তারিখ ২/২/২২, নিউমেরোলজি অ’নু’সা’রে এই তারিখটি খুবই গুরুত্বপূর্ণ

আজ ০২/০২/২০২২। আজকের দিনের তারিখের বিশেষ গুরুত্ব রয়েছে। নিউমেরিক্যাল ডিজিটের হিসেবে আজকের তারিখকে বলা হয় প্যালিনড্রোম ডে। কারণ এই তারিখকে d-m-yy (2-2-22) বা m-d-yy (2-2-22) যেভাবেই লেখা হোক না কেন সমান হবে। ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ অর্থাৎ 20/02/2022 এবং বাইশ তারিখ অর্থাৎ 22/02/2022 এ 2 এবং শূন্যের মিশেলে একই তারিখ দুইবার পাওয়া যাচ্ছে।

2000 সালে 222 এর যে সিকোয়েন্স শুরু হয়েছিল তা এবার শেষ হতে চলেছে। 2000, 2002 এবং দুই হাজার কুড়ি সালেও এমন তারিখ দেখা গিয়েছে। 222 সংখ্যাটিকে অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন নিউমেরোলজিস্টরা। ভারসাম্য এবং এনার্জি প্রতিনিধিত্ব করতে পারে এই সংখ্যা। দুই সংখ্যার জাতকরা সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারেন, সমব্যথী হন এবং সহযোগিতা করতে পারেন।

বিগত কয়েক বছর ধরে এই সব কিছুই আমরা আমাদের পরিবেশে দেখছি। 2020 সাল থেকে সারা বিশ্বে যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছেন মানুষ। ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া থেকে শুরু করে মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, সবক্ষেত্রেই মানুষ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। সংখ্যাতাত্ত্বিকরা জানাচ্ছেন 222 সংখ্যার প্রভাব ভালোভাবেই টের পাওয়া গিয়েছে।

উল্লেখ্য এই সময়কালে সূর্যকে একবার প্রদক্ষিণ সম্পন্ন করে নতুন করে কি প্রদক্ষিণ করতে শুরু করেছে প্লুটো। প্লুটো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 247 বছর সময় নেয়। এর ফলে নতুন সমস্যার মুখে পড়তে হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।