সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলিযুগে এই পা’প করলে মৃ’ত্যু’র পর সো’জা ন’র’কে ঠাঁ’ই হবে! কি বলছে গরুঢ় পুরাণ

হিন্দু ধর্মের মধ্যে ভালো কাজ ও খারাপ কাজের সব কিছুরই একটা ভালো ও খারাপ প্রভাব বর্তমান। সৎ কর্মে যেমন স্বর্গ বাস অসৎ কর্মে তেমন নরক বাস হয়। প্রতিটা যুগে নানান ভালো মানুষের আবির্ভাব হয়েছে খারাপ অসুর মনস্ক মানুষের শিক্ষা দেওয়ার জন্য।মহর্ষি বেদব্যাসের কথা অনুযায়ী, এই সৃষ্টি চারটি যুগের মধ্যে বিভক্ত।

এই চার যুগ হল সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ এবং কলিযুগ। তার মতে, সত্যযুগে যেমন শুধু সততা ও ধর্মের স্থান ছিল, তেমনই ত্রেতা ও দ্বাপরে ধীরে ধীরে অধর্ম বাড়তে থাকে। কলিযুগে শুধুই অন্যায়, শঠতা ও হিংসার বাস। স্বয়ং কল্কি অবতার এসে কলিযুগের অবসান ঘটাবেন বলে মনে করা হয়।

ভগবান বিষ্ণুর বলা গরুঢ় পুরাণে কলিযুগের কয়েকটি পাপকাজের কথা উল্লেখ করা হয়েছে। এই অপকর্মগুলি করলে মৃত্যুর পর সোজা নরকে যেতে হয়। এই পাপগুলি যারা করে, অনন্ত নরক ভোগ থেকে তাদের কেউ রক্ষা করতে পারে না। আসুন দেখে নেওয়া যাক কোন কাজ গুলি করলে নরক বাস অনিবার্য।

আরো খবর: “মহীনের ঘোড়াগুলি”-র তাপস ক্যান্সারের থা’র্ড স্টে’জে, আ’র্থি’ক সাহায্যের আ’র্জি

১. কোনো গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হয়।

২. ব্রহ্মহত্যা বা ভ্রুণহত্যা করলে মৃত্যুর পর নরকবাস ভোগ করতেই হবে।

৩. ধর্মগ্রন্থ, শাস্ত্র ও বেদ-পুরাণের অসম্মান করলে নরক বাস করতে হয়।

৪. কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যদি বিষ খাইয়ে কেউ হত্যা করে, তবে সেই ব্যক্তি মৃত্যুর পর সোজা নরকে যাবে।

৫. অচেনা নারী বা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া অত্যন্ত খারাপ একটি কাজ। এই কাজ করলে নরক বাস হবেই।

৬. বাড়িতে আসা কোনো অতিথিকে অসম্মান করা মোটেই উচিত নয়। এছাড়াও দরিদ্রকে খাবার ও জল না দিয়ে অপমান করে তাড়িয়ে দিলে নরক যন্ত্রণা ভোগ করতে হয়।

৭. নিরপরাধ মানুষকে অকারণে শাস্তি দিলে নরক বাস হতে পারে।

৮. মহিলাদের সর্বদা সন্মান করা উচিত। যারা মহিলাদের অসম্মানজনক কোনো কাজ করে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়।

৯. হিন্দুধর্মের পঞ্চদেব, অর্থাত্‍ মহাদেব, নারায়ণ, সূর্যদেব, গণেশ ও দেবী দুর্গার আরাধনা না করলে নরক প্রাপ্তি হয় বলে গরুঢ় পুরাণে উল্লেখ আছে।

১০. পশু হত্যা খুব অপরাধমূলক একটি কাজ, এই কাজ করলে তার নরক বাস অবধারিত।