সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোয়েন্দা হওয়ার সু’যো’গ দি’চ্ছে এই কেন্দ্রীয় সংস্থা, আজই করুন আবেদন

দেশের চাকরির পরিস্থিতি খুবই খারাপ, আর সেই কারণেই বর্তমানে দেশের যুবসমাজের খুবই খারাপ দশা। গত দুই বছরের অতিমারির কারণে চাকরির বাজার একেবারে তলানিতে ঠেকেছে।তাছাড়া অনেক মানুষ করোনার কারণে চাকরি হারিয়ে বাড়িতে বসে।

তবে এই ঘুরে তো দাঁড়াতেই হবে, সেই কারণেই একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে সকলে।বিশেষ করে বেসরকারি চাকরির তুলনায় সরকারি চাকরির দিকে মানুষ এখন সবচেয়ে বেশি।কারণ একটাই সেখানে বেতন কম হলেও নিশ্চয়তা আছে। কিন্তু সরকারি চাকরির মধ্যেও রয়েছে বিভিন্ন বিভাগ পর্যায়।

যারা এক ঘরে বসে সারাটা দিন কাটিয়ে দিতে চায় না, তাদের জন্য রয়েছে অন্য সব চাকরি। বিশেষ করে যারা ফিল্ড ওয়ার্ক করতে বেশি পছন্দ করে অস্বচ্ছন্দবোধ করে তাদের জন্য পুলিশের চাকরি কার সাথে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা এ সমস্ত কিছুই রয়েছে।

আরো পড়ুন: বাবা মা’র খা’চ্ছে, ছেলে আমেরিকায় ব’সে লাইভ দেখলেন, কিন্তু এরপর যা হ’লো

অনেকের চ্যালেঞ্জ নিতে অনেকটাই ভালো লাগে। সেই কারণে গোয়েন্দা চাকরি একেবারে মানানসই তাদের জন্য। তাই সরকারি সংস্থার গোয়েন্দা হওয়ার ইচ্ছা যাদের রয়েছে তাদের জন্য সুখবর।

নেশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জঙ্গি দমন সন্ত্রাস দমন তাছাড়া বড় বড় মিশনে যাদের সবার আগে ডাকা হয়। মোটকথা এই সংস্থার গোয়েন্দাদের কাজ দেশ রক্ষা করা কিন্তু সেটা প্রকাশ্যে নয়।

এই গোয়েন্দা সংস্থার দুটি পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, একটি এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও হেড কনস্টেবল। প্রথম পদের জন্য নেওয়া হবে ৪৩ জন, ও পরের পদের জন্য নেওয়া হবে ২৪ জন।

আরো পড়ুন: প্রতিদিন তিন বার! তবেই হবে বি’য়ে, চুক্তিপত্র বরের হা’তে ধ’রি’য়ে মণ্ডপে বসলেন কনে

শিক্ষাগত যোগ্যতা এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এর জন্য যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। হেড কনস্টেবল এর জন্য মাধ্যমিক পাস আবশ্যক।

আবেদনকারীকে ফরম ফিলাপ করে ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন নথিপত্রের তথ্য সংযুক্ত করে তার সাথে নিজের পরিচয় পত্র সবকিছু যুক্ত করে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আরো বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।

SP (Administration), Opposite CGO Complex, Lodhi Road, New Delhi- 110003।।