সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক্রেডিট কা’র্ডে’র মাধ্যমে করুন UPI পেমেন্ট, নি’য়’ম জেনে নিন

ভারতে UPI পেমেন্টের জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েই চলেছে। দেশ তথা সমগ্র বিশ্বে ডিজিটাল পেমেন্টের সংজ্ঞা বদলে দিয়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)। শুধুমাত্র একটা QR কোড স্ক্যান করে মুহূর্তে পেমেন্ট করা সম্ভব।পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায়।

আগে UPI এর মাধ্যমে পেমেন্টের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হত।কিন্তু এখন ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমেও UPI পেমেন্ট করা সম্ভব।মার্চেন্টের UPI QR কোড স্ক্যান করে কার্ডের মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবেন সকলেই। যদি মার্চেন্ট- এর রেজিস্ট্রেশন না থাকলে,তাহলে কার্ডের মাধ্যমে UPI পেমেন্ট করা যাবে না।

ইউপিআই অ্যাপ থেকে এভাবে লিংক করুন ক্রেডিট কার্ড-

১. সবার আগে যেকোনো ইউপিআই পেমেন্ট অ্যাপ ওপেন করুন।

২. প্রোফাইল পিকচারে ওপর ক্লিক করুন।

৩. পেমেন্ট সেটিংস অপশনটি বেছে নিন ।

৪. এরপর ক্রেডিট, ডেবিট কার্ড অপশন বেছে নিন।

৫. কার্ড নম্বরটি পুট করুন।

৬. সিভিভি, কার্ড হোল্ডার – এর নাম, এক্সপায়ারি ডেট – এগুলি ভরে দিন। ৭. সমস্ত তথ্য দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করুন। এভাবেই লিংক হয়ে যাবে।

আরো খবর: বাজারে এলো নতুন বীমা, কি কি সুবিধা মি’ল’বে এই বীমায় জেনে নিন

ইতিমধ্যেই Rupay ক্রেডিট কার্ডের সুবিধাও চালু হয়েছে ।যে সব ব্যাংক দিচ্ছে রূপে ক্রেডিট কার্ড-
ভারতীয় স্টেট ব্যাংক (SBI),
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB),
ব্যাঙ্ক অফ বরোদা (BOB) ,
আইডিবিআই ব্যাঙ্ক (IDBI) ,
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI),
সারস্বত ব্যাঙ্ক (Saraswat Bank)
ফেডারেল ব্যাংক (Federal Bank)

এইসব ব্যাঙ্কে যদি আপনার একাউন্ট থাকে তবে খুব সহজেই আপনি Rupay ক্রেডিট কার্ডের লাভ পেতে পারেন।