সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ মহামিছিল, কেমন থা’ক’বে আজকের কলকাতার আকাশ?

বেশ কিছুদিন যাবত যখন তখন নিম্নচাপ সৃষ্টি থেকে শুরু করে বৃষ্টিপাত সাধারণ মানুষকে বিব্রত করছে বারবার। তার উপর আজ ১ সেপ্টেম্বর বৃহষ্পতিবার কলকাতা জুড়ে মহামিছিলের ডাক দিয়েছেন রাজ্য সরকার তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই মহা মিছিলের উদ্দেশ্য হলো আমাদের দেশের বাঙালির বিখ্যাত উৎসব দুর্গাপূজা বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে। ইউনেস্কোর এই স্বীকৃতির জন্যই আজ এই উজ্জপন। কিন্তু আকাশ বাধ সাধলেই সমস্যা। তাই সকলেই চিন্তিত কেমন থাকবে আজ আকাশ।

আবহাওয়া দফতর থেকে জানাচ্ছে, বৃহস্পতিবার শহর কলকাতায় সেভাবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজ্য সরকারের তরফ থেকে শহরজুড়ে হবে মহামিছিল। এদিন বেলা ২টো থেকে জোড়াসাঁকো থেকে এই মিছিল শুরু হবে।

২২ অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই জানিয়েছেন। তাই বৃষ্টি না হওয়াটা খুব ভালো খবর বলেই মনে করছেন কলকাতাবাসী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য সারাদিন অসস্তি বাড়লেও বৃষ্টি হওয়ার তেমন লক্ষণ নেই। কিন্তু কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আসুন জেনে নেওয়া যাক।

আরো পড়ুন: রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কম দা’মে ডাল সরবরাহ ক’র’বে মোদি সরকার

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে যে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্পের আধিক্য বেশি। পাশাপাশি তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী থাকছে। সেক্ষেত্রে আর্দ্রতা এবং তাপমাত্রা জনিত অস্বস্তি বজায় থাকবে। কয়েক জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হতেও পারে তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভবনা নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের চিত্রটা অন্য রকম। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় একটি অক্ষরেখাও রয়েছে।

আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিপাত হতে পারে। অসম, মেঘালয়ে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন থেকে চার দিন সিকিম ও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হতে পারে। সাথে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে কয়েক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ও কাল। বিশেষ করে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে আজ। তাই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গ ভাসতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।