সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউক্রেন-রাশিয়ার সং’ঘা’তে এই মুসলিম দেশে খাদ্যের অ’ভা’ব দে’খা দিয়েছে, সা’হা’য্য চা’ই’লো ভারতের কাছে

যদি দিন সংখ্যা দেখা যায় তাহলে লক্ষ্য করা যাবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের আজ ২৪ দিন। কিন্তু কোনভাবেই কোনও দেশ মাথা নত করতে রাজি নয়। আর এই রাজি না হওয়ার কারণে ও যুদ্ধ বন্ধ না হওয়ার কারণে দারুণ এক প্রভাব পরছে সারা বিশ্বে।

কিন্তু তাঁর থেকেও বেশী প্রভাব পরছে ইসলামিক দেশ গুলোর ওপরে। আর সেই কারণেই এবার ভারতের কাছে সাহায্য চাইছে সেই দেশ গুলো। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি জানা গেছে ইসলামিক দেশ গুলোতে ২০০ মিলিয়ন টন গম রপ্তানি করা হয়ে থাকে দেশ গুলোতে।

যার মধ্যে ইউক্রেন ও রাশিয়ার তরফ থেকে ৫০-৫০ কোটি টন সামগ্রীর যোগান দেওয়া হয়, আর বাকি দেশ গুলো থেকে আসে ১০ কোটি টন। স্বাভাবিকভাবেই এই যুদ্ধের কারণে দুই দেশের তরফ থেকে গম রপ্তানি একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। গমের ওপরে নির্ভর শীল দেশ গুলো দারুণ বিপাকের মুখে।

আরো পড়ুন: মেয়েদের নিয়ে হাই-প্রোফাইল র‍্যা’কে’ট চা’লা’তে গিয়ে গ্রে’ফ’তা’র জনপ্রিয় টিভি অভিনেত্রী

এই ধরনের তীব্র ঘাটতি মেটাবে কি করে তারা এখন? বিশেষ করে ইসলামিক দেশ গুলো এর শিকার। যদি লেবাননের কথা বলা হয় সেখানে তাঁর চাহিদার ৬০% অর্থাৎ ৫০ হাজার টন গম রাশিয়া ও ইউক্রেনের কাছ থেকেই ক্রয় করা হয়।

কিন্তু সেটা একেবারেই বন্ধ, তাই লেবাননে খাদ্য সঙ্কট দেখা গিয়েছে দারুণ ভাবে।তাই একটি তুর্কি সংবাদ মাধ্যমে জানা গেছে,লেবাননের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী আমিন সালাম লেবাননে ভারতের রাষ্ট্রদূত ডঃ সোহেল এজাজ খানের সাথে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কথা বলেছে।

আর এই বৈঠকে ইতিবাচক ইঙ্গিতের আশা করছে লেবানন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গম সরবরাহ একেবারেই বন্ধ। তাই ভারতের দিকে তাকিয়ে আছে লেবানন। তবে জানা যাচ্ছে, লেবাননের মন্ত্রীকে আশ্বাস দেওয়া হয়েছে।

আরো পড়ুন: মৎস্যজীবীর বড়শিতে লা’গ’লো হ্যাঁচকা টা’ন, নৌকায় তুলতেই ঝাঁ’পি’য়ে পড়লো দৈত্যাকার

ভারতের রাষ্ট্রদূত বলেছেন, ভারতে পর্যাপ্ত পরিমাণে গমের মজুত রয়েছে। লেবাননে রপ্তানি করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু তাই নয়। লেবাননের ঝামেলা মিটে যাওয়ার পরে, তুরস্ক সহ আরও বিভিন্ন দেশের সাথে আলোচনা করবে ভারত।।