সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বায়ুসেনার পোশাক পা’ল্টে গে’লো, দেখে নিন নয়া “কমব্যাট ইউনিফর্ম”

ভারতীয় বায়ুসেনার যুদ্ধকালীন পরিস্থিতির পোশাক প্রকাশ করা হল আজ। আজ ৯০ তম বায়ুসেনা দিবস উপলক্ষে এই পোশাক প্রকাশ করা হলো, আজ চন্ডিগড়ে বায়ুসেনা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানে মহিলা সহ মোট পাঁচজন অফিসার নতুন পোশাক পড়ে মার্চপাস্ট করেন।

জানা যাচ্ছে স্ট্যান্ডিং ড্রেস কমিটি এই পোশাক ডিজাইন করেছেন। এই নতুন পোশাকের ডিজাইনে রয়েছে ক্যামোফ্লেস, সাথে বায়ুসেনা যোদ্ধাদের জন্য প্রকাশ করা হয়েছে কম ব্যাট টিশার্ট। এদিকে অবশ্য চিপ মার্শাল বিবেক রাম চৌধুরী জানিয়েছেন, স্বাধীনতার পর এই প্রথম কোনো বাহিনীর নতুন অপারেশনাল শাখা তৈরী করা হল।

বায়ু সেনা অফিসারদের জন্য একটি অস্ত্র সিস্টেম শাখা তৈরি করার অনুমোদন দিয়েছে সরকার। এই নতুন শাখা বায়ু সেনার অত্যাধুনিক অস্ত্রের দায়িত্বে থাকবে। তার ফলে ৩৪০০ কোটি টাকা সাশ্রয় হবে বলেও জানা গেছে।

আরো পড়ুন: অনুরাগীরা ছেলে অভিষেকের সঙ্গে ছবি তুলতে এগোতেই রে’গে লাল জয়া বচ্চন, করলেন গা’লি’গা’লা’জ!

চিফ মার্শাল জানিয়েছেন, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে আমরা কখনোই অতীতের পরিকল্পনা নিয়ে ভবিষ্যতের লড়াই করতে পারব না। আগামী বছর থেকেই মহিলা অগ্নিবীরদের যুক্ত করা হবে বায়ু সেনাতে। তবে এই কাজটা যে খুব চ্যালেঞ্জের হতে চলেছে সেটা তিনি মনে করেন।