সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’কা’র উপর কিছু লেখালেখি করলে কি তা বাজারে চা’লা’নো যা’বে না?

যেখানে সেখানে দাগ কেটে যাওয়া বাঙালির যেন চিরায়ত অভ্যাস। অনেকেই আবার শুধু দাগ কাটা নয়, রীতিমতো নিজের নাম লিখে দেন। বিভিন্ন স্থাপত্য ভাস্কর্যেও মন্দির মসজিদের দেওয়ালে এমন দাগ দেখতে পাওয়া যায়। এমনকি সবচেয়ে মূল্যবান টাকার উপরেও আকি-বুকি কাটা বাঙালির সহজাত প্রতিভা।

বাদ যায় না ৫০০ ২০০০ টাকার নোটও। বাজারে দোকানে গেলে অনেক সময় এই নোট রিজেক্টেড করে দেওয়া হয়। বলা হয় এত দাগাদাগী করলে নোট চলবে না। কিন্তু সত্যিই কি দাগ দেওয়া নোট চলে না! কোথায় পরিবর্তন করতে হয় এই নোট।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু মেসেজ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে নোটের উপর লিখলে তা আইনত বৈধ বলে গণ্য হবে না আর সেই নোট চলবে না বাজারে। খুব সাবধান এমনটাই বার্তা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রেস ইনফরমেশন অফ বিউরো সম্প্রতি নাকি এমন নির্দেশ জারি করেছে। যা নিয়ে ইতিমধ্যে হইচই করে গিয়েছে।

আরো খবর: এবার বি’রা’ট ভু’ল করে ফেলেছেন বিগ-বি, সকলের কাছে ক্ষ’মা চাইলেন শাহেনশা

যদিও এবার খোলসা করে নিজেদের ভাবমূর্তি স্পষ্ট করলেন তারা। জানানো হয়েছে মোটেই নয় এমন কোন বার্তা রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয়নি। নোটের উপর কোন কিছু লেখা থাকলে তা মোটেও আইনত অবৈধ নয় বরং বৈধ বলেই গণ্য করা হবে।

তবে রিজার্ভ ব্যাংকের ক্লিন নোট পলিসির কথা এক্ষেত্রে মাথায় রাখার কথা জানানো হয়েছে। শুধুমাত্র হাবিজাবি লেখা নোট নয় অনেক সময় অপরিচ্ছন্ন নোংরা টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক বাঁধ সেঁধেছে। এই ধরনের নোট দেখতে নাকি অত্যন্ত খারাপ লাগে তাছাড়া এর ফলে নোটের আয়ু কমে যায়। তবে টাকা মানেই টাকা, সে চকচকে হোক কিংবা আঁকি-বুকি কাটা।