সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোহিনুর হী’রে দেশে ফে’রা’নো নিয়ে ইঙ্গিতপূর্ণ ম’ন্ত’ব্য বিদেশমন্ত্রকের

আরো একবার কোহিনুর বিতর্কে নতুন মোড় এলো। এবার ঐতিহাসিক হিরেটিকে দেশে ফেরত আনার প্রশ্নে বিদেশ মন্ত্রক দিলেন ইঙ্গিত পূর্ণ বিবৃতি। জানানো হয়েছে, এই সমস্যার সমাধান খোঁজার জন্য ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে। শুক্রবার একটি সংবাদ সম্মেলন এই বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, বিষয়টি আমরা একাধিকবার ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরেছি। এই সমস্যার সমাধান খোঁজার জন্য চেষ্টা করছি আমরা।

বিশ্লেষকদের মত অনুযায়ী, রানী এলিজাবেথের মৃত্যু আরো একবার এই বিতর্ক উসকে দিল। অন্ধ্রপ্রদেশের খনি থেকে পাওয়া ওই বহু মূল্যবান হীরাটিকে নিয়ে বহুদিন ধরে টানা পড়ে চলছে নতুন দিল্লি এবং লন্ডনের মধ্যে। বহুদিন ধরে লুট হাওয়া এই হীরেটিকে এবার দেশে ফেরানোর জন্য দাবি জানিয়েছে বিজেপি। তবে এই প্রথম সরাসরি কোহিনুর দেশে ফেরানো নিয়ে মন্তব্য করলেন মোদি সরকারের বিদেশ মন্ত্রক।

১৮৪৯ সালে ভারত থেকে কোহিনুর হিরে ইংল্যান্ডে নিয়ে চলে যান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কহিনুর ফিরেটিকে রানী ভিক্টোরিয়া নিজের রাজভূষণের অংশ করে নেন। ১৯৩৭ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যভিষেকের সময় রানী দ্বিতীয় এলিজাবেথের মুকুটে বসানো হয় এই কহিনুর হীরাকে।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্র’ক’ল্পে মিললো সবুজ সংকেত, ৮ ঘন্টার পথ যে’তে লা’গ’বে ২৫ মিনিট

প্রসঙ্গত, মসনদে বসার প্রায় আট মাস পর রাজ্যভিষেক হতে চলেছে রাজা তৃতীয় চার্লসের। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হবে অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ক্যামেলিয়াকেও রানী হিসেবে ঘোষণা করা হবে। তিনি পড়বেন কোহিনুর খচিত মুকুট। কিন্তু এই অনুষ্ঠানে ওই মুকুট নিয়ে প্রতি জানিয়েছেন বিজেপি।

দ্য টেলিগ্রাফ এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্যামেলিয়ার মুকুটে কেন কোহিনুর হীরে থাকবে? এই প্রশ্নই দ্বিধায় ভুগছে গোটা বাকিংহাম প্যালেস। আলোচনার শেষে কি সমাধান বের হবে তা দেখার সময়ের অপেক্ষা।