সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোলাপ দি’য়ে কি করবো? ইউক্রেন থেকে দেশে ফিরেই কেন্দ্রের প্র’তি ক্ষো’ভ প্র’কা’শ পড়ুয়ার

হাতে গোলাপ দিয়ে কি হবে? দেশে ফিরে আসার পরেই একেবারে ভারত সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন এক যুবক। ইউক্রেন থেকে ফিরিয়ে নিয়ে আসার পর , সবাইকে দেশে স্বাগত জানানোর জন্য একটি হাতে গোলাপ দেওয়া হচ্ছিল বিমানবন্দরেই।

কিন্তু সেই গোলাপ দেখেই ক্ষোভ উগড়ে দেন বিহারের এক যুবক দিব্যাংশু। বিহারের মতিহার থেকে ইউক্রেনে পড়তে গিয়েছিলেন সে অন্য পড়ুয়াদের মতোই। কিন্তু দেশে ফিরিয়ে আনার পর সবার মতো তাকেও দেওয়া হয়েছিল গোলাপ।

কিন্তু গোলাপ দেখেই প্রত্যাক্ষান করে সে, আর বলে “এই গোলাপ দিয়ে কি হবে, দেশে ফিরিয়ে আনার জন্য যা করা উচিৎ সেটা সরকার কি করেছে? আরো আগে সরকারের উদ্যোগ নেওয়া উচিৎ ছিল।”

আরো পড়ুন: চ’ল’ন্ত ট্রামে দাউদাউ করে আ’গু’ন জ্ব’লে উ’ঠ’লো, দু’র্ঘ’ট’না কলকাতায়

ইতিমধ্যেই ভারত সরকার গঙ্গা অভিযান চালু করেছে, প্রথম দিকে অসামরিক বিমান পাঠানো হলেও এখন পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য সামরিক বিমান পাঠানো হয়েছে সি -১৭ বিমান। কিন্তু তাতেও নারাজ এই পড়ুয়া। তার কথা মতো সরকারের আরো আগের থেকে উদ্যোগ নেওয়া উচিৎ ছিল।

কারণ তাকে অনেক কসরৎ করতে হয়েছে, ইউক্রেন থেকে বেড়িয়ে হাঙ্গেরিতে যান। সেখানে গিয়েই সে প্রথম ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারে। ইউক্রেন থেকে পালিয়ে আসার জন্য অনেক ধরনের কষ্ট করতে হয়েছে বলেও জানায় যুবক।

আরো পড়ুন: বি’রা’ট খবর, মুখোমুখি দুটি ট্রেনের ধা’ক্কা’ধা’ক্কি, একটিতে রেলমন্ত্রী

একটি ট্রেনে তারা উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই ট্রেন এমন ছিল যেখানে তিল ধারণের জায়গা ছিল না। তবে ইউক্রেনের মানুষ জন দারুন সাহায্য করেছে তাদের।

তারা সাহায্য না করলে খুবই অসুবিধার সম্মুখীন হতে হত। একটি ভারতীয় ছাত্র ইউক্রেনে ভয়েই মারা যান, হার্ট অ্যাটাক হয় তার। যদি আমাদের কিছু হয়ে যেত তাহলে সেই গোলাপ দিয়ে কি করত আমাদের বাড়ির লোকজন।