সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রান্নার গ্যাসের দা’ম একলাফে ৯১১ টা’কা, মাথায় হা’ত মধ্যবিত্তদের

আজ সকাল থেকেই দুরু দুরু বুকে টিভির দিকে নজর রাখছিলেন আপামর ভারতবাসী। কারণ আজ সেপ্টেম্বর মাসের প্রথম দিন। মাসের এই প্রথম দিনেই রান্নার গ্যাসে জ্বালানির দাম ঘোষণা করা হয়। মধ্যবিত্তের আশা ছিল, এবারে হয়তো রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দামে লাগাম টানা হবে। তবে সে গুড়ে বালি। মধ্যবিত্তের সব আশায় জল ঢেলে দিয়ে রান্নার গ্যাসের দাম আরো ২৫ টাকা বাড়িয়ে দেওয়া হল। মাথায় হাত কোটি কোটি মানুষের।

বিগত কয়েক মাস ধরেই রান্নার গ্যাসের দাম প্রতিনিয়ত বেড়েছে। চলতি বছরের প্রথমার্ধেই রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় ১৬৪ টাকা। যার ফলে গত মাস পর্যন্ত সাধারণ মানুষকে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে ৮৮৬ টাকা দিয়ে। সেপ্টেম্বর মাসের শুরুতেই ২৫ টাকা দাম বাড়িয়ে সেই দাম পৌঁছলো ৯১১ টাকায়। বর্তমান এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে মধ্যবিত্তের আশঙ্কা অচিরেই হাজার টাকা পেরিয়ে যাবে সিলিন্ডারের দাম।

এমনিতেই করোনা পরিস্থিতির দরুন দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়। বহু মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় রান্নার গ্যাসের দাম একদিকে যেমন দ্রুতগতিতে বাড়ানো হচ্ছে, অপরদিকে তেমনি ভর্তুকির পরিমাণ কমাচ্ছে কেন্দ্রীয় সরকার। ভর্তুকির পরিমাণ কমাতে কমাতে একেবারে শূন্যতেই নামিয়ে ফেলেছে কেন্দ্র। যার ফলে হেঁসেল সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তকে।

হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত সিলিন্ডারও ৭৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা। গত বছরের ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত ৩২৭ টাকা দাম বাড়ানো হয়েছে গ্যাসের সিলিন্ডারের। বিগত দুই সপ্তাহের মাথাতেই ৫০ টাকা দাম বেড়েছে সিলিন্ডারের। গত ১৭ই আগস্ট শেষ বার রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বেড়ে হয়েছিল ৮৬১ টাকা।