সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তফসিলি জাতির কাছে আ’রো বে’শি করে পৌঁছাতে হবে, ব্যাংকগুলোকে নি’র্দে’শ অর্থমন্ত্রীর

কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণ এবার ব্যাঙ্কগুলোর উদ্দেশ্যে বার্তা দিয়েছে , তারা যাতে আরও বেশি তপশিলী জাতির কাছে পৌছে যায়। তাদের কাছে আরও বেশী পরিষেবা পৌছে দিতে হবে, তপশিলী জাতির সক্ষমতা বৃদ্ধি, বিকাশের উদ্দেশ্য নিয়ে এই কাজ করার নির্দেশ দিয়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলোকে।

এইসবের সাথে আরও তিনি মনে করিয়ে দেন ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ১৮% তপশিলী জাতি। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, কেন্দ্রীয় আর্থিক প্রকল্পের বাস্তবায়ন ও তপশিলী জাতির মানুষদের কাছে প্রকল্পের সুবিধাগুলো পৌছে দেওয়ার পর্যালোচনা করার কথাও বলেন।

মোট কথা তপশিলী জাতির প্রতি আরও বেশি মনোযোগ হওয়ার কথা বলেন তিনি। সেই সভায় উপস্থিত ছিলেন পাবলিক সেক্টর ব্যাঙ্কের প্রধান, আর্থিক পরিষেবা বিভাগের আধিকারিক ও তপশিলী জাতি কমিশনের চেয়ারম্যান।

আরো পড়ুন: ম্রুণাল ঠাকুরের কাছের মানুষ এই ৫ রাশির জা’ত’ক’রা হতে পারেন, আপনার কি রা’শি?

অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেয়, এই যে বৈঠক সেটার উদ্দেশ্য হল তপশিলী জাতির মানুষের উন্নতির জন্য ও তাদের সংবিধানের অধিকার গুলো পূরণের জন্য। একত্রে সবাইকে একটি প্ল্যাটফর্মের মাঝে নিয়ে আসাটাই আসল লক্ষ্য। যাতে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের আওতায় আনা যায় তাদের সহজেই।