সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চ’ল’ন্ত ট্রামে দাউদাউ করে আ’গু’ন জ্ব’লে উ’ঠ’লো, দু’র্ঘ’ট’না কলকাতায়

কলকাতায় নোনাপুকুর ট্রাম ডিপোর সামনে মারাত্মক ঘটনা ঘটল। চলন্ত ট্রামে লেগে গেল আগুন। বৃহস্পতিবার নোনাপুকুর ট্রাম ডিপোর সামনে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রামটি AC ট্রাম ছিল।

তবে, যে সময় আগুন লাগে ট্রামটিতে, সেই সময় তাতে কোন যাত্রী ছিল না। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে ট্রাম, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

কিছুক্ষণের মধ্যেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখছে দমকল। ট্রামের চালক জানিয়েছেন, নোনাপুকুর ট্রাম ডিপো থেকে এসপ্ল্যানেডের দিকে যাচ্ছিল ট্রামটি।

আরো পড়ুন: টাকা-পয়সা ও ব্যবসায় এক নম্বর জা’য়’গা ধ’রে রাখতে এই “গুরু” সাহায্য করেছিলেন মুকেশ আম্বানিকে

যাত্রীরা জানান, হঠাৎই ট্রামে বিকট আওয়াজ পান তাঁরা। এরপর দেখা যায় যে ট্রামে আগুন ধরে গিয়েছে। ট্রামের পিছনের দিকের অংশে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। ট্রামের চালক ও কন্ডাক্টরও নেমে যান ট্রাম থেকে। আগুন নেভাতে তৎপর হন স্থানীয় বাসিন্দারাও। তাঁরা বালি হাতে ছুটে আসেন।

কিন্তু কোনওভাবেই আগুনের ওপর নিয়ন্ত্রণ আসছিল না। কলকাতা পুরসভার জলের গাড়ি থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হলেও ততক্ষণে ট্রামের অনেকটা অংশ আগুনের কবলে চলে যায়। এরপর দমকল বাহিনী এসে পৌঁছয়।