সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কি নেপাল? জ্বালানি সং’ক’ট ও বৈদেশিক মুদ্রার ঘা’ট’তি, দুদিন সরকারি ছুটির প’থে প্রতিবেশী দেশ!

শ্রীলংকার পথেই কি হাঁটছে নেপাল? সম্প্রতি এমনই খবর কানে আসছে। শ্রীলংকার মত নেপালেও এবার মুদ্রাস্ফীতি, যার কারণে বৈদেশিক মুদ্রার সঙ্কট।

ইতিমধ্যেই নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া, তাছাড়া জ্বালানির দাম চরমে উঠেছে নেপালে। ইতিমধ্যেই জ্বালানির দাম কমানোর জন্য, খরচ কমাতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ২ দিনের জন্য।

ইতিমধ্যে জানা যাচ্ছে নেপালের অয়েল কর্পোরেশন এর তরফ থেকে ও নেপাল সেন্ট্রাল ব্যাঙ্ক এর তরফ থেকে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গে সাড়ে ১১ হাজার শূন্যপদে নি’য়ো’গ শীঘ্রই, ব’ড়ো ঘো’ষ’ণা নবান্নের

ইউক্রেন ও রাশিয়ার কথা বলা যায়, তাহলে এক মাসের বেশি হয়ে গেল সেই যুদ্ধ চলছে। যার কারণে দারুণ প্রভাব পড়েছে সারা বিশ্বের দেশগুলোতে।

ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া, এর সাথেই ইরান ভেনেজুয়েলা থেকে জ্বালানী ও পেট্রোলিয়াম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে শ্রীলঙ্কার মতো নেপালের ঠিক একই পরিস্থিতি, শ্রীলঙ্কাও যেমন একটি পর্যটন কেন্দ্র দেশ তেমন নেপালেও। যেটা অতি মারির কারণে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গত ২ বছরে।

আরো পড়ুন: গ্রাহকদের পকেট কা’ট’লো SBI, ঋণে সুদের হা’র অনেকটা বা’ড়া’লো দেশের শী’র্ষ ব্যাংক

যার কারণে নেপালে বৈদেশিক মুদ্রা ভান্ডারে মন্দা দেখা গেছে। এর আগেও নাকি নেপালের অয়েল কর্পোরেশন সংস্হা ভুর্তুকি দিয়ে তেল বিক্রি করায় দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে নেপাল। এই পরিস্হিতির জন্য সেই সিদ্ধান্তকেই দায়ী করেছে নেপাল সরকার।

ইতিমধ্যেই সরকারের মুখপাত্র জ্ঞানেন্দ্র বাহাদুর কারকি গণমাধ্যমকে বলেছেন, বৈদেশিক সংকট মোকাবিলা করার জন্য বিদেশে যারা নেপালী বাস করে তাদের আহ্বান জানানো হয়েছে, যাতে তারা দেশের ব্যাঙ্ক একাউন্ট গুলোতে ডলার একাউন্ট খোলে ও বিনিয়োগ করে।।