সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে গাড়িতে চড়েন কত মাইলেজ দে’য়?

12 কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর দপ্তর 2021 সালে নরেন্দ্র মোদীর জন্য নতুন Mercedes-Maybach S 650 Guard কিনেছিল। প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য এই গাড়িতে রয়েছে একাধিক বিশেষ ফিচার।

একটি গাড়িতে সর্বোচ্চ যে সাঁজোয়া সুরক্ষা পাওয়া সম্ভব, তা মিলবে Mercedes এর এই অত্যাধুনিক গাড়িতে। গাড়ির জানালা ও বডি আপগ্রেড করার কারণে AK-47 রাইফেল থেকে গুলি চালালেও, গাড়ির ভিতরে যাত্রী সুরক্ষিত থাকবেন।

গাড়ি থেকে মাত্র 2 মিটার দূরত্বে 15 কিলোগ্রাম TNT বিস্ফোরণ সহ্য করতে পারবে এই গাড়ি। গাড়ির টায়ার পাংচার হলেও 30 km পথ চলতে পারবে এই গাড়ি। জানলার ভিতরের দিকে রয়েছে পলিকার্বোনেট কোটিং। বিস্ফোরণের সময় যাত্রীদের সুরক্ষিত রাখতে গাড়ির নীচে ব্যবহার হয়েছে আরমার্ড প্রোটেকশন।

আরো পড়ুন: বিবাহিত জী’ব’ন সুখের করতে টা’না ৩ দিন শৌ’চা’গা’রে যেতে চান না এই দেশের নবদম্পতিরা

গ্যাস অ্যাটাক সামলাতে গাড়ির ভিতরে বিশেষ এয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে। Mercedes-Maybach S 650 Guard গাড়িতে রয়েছে একটি 6 লিটার টুইন টার্বো V12 ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 516 bhp শক্তি ও 900 Nm টর্ক পাওয়া যাবে।

সর্বোচ্চ 160 কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটবে এই গাড়ি। কোনও কারণে গারির টায়ার পাংচার হয়ে গেলেও এই গাড়ি চালিয়ে যাওয়া যাবে। ফলে বিপদের সময় দ্রুত কোনও জায়গা থেকে বেরিয়ে যেতে সক্ষম এই Mercedes।

গাড়ির ইন্টিরিয়ারে রয়েছে Maybach S-Class এর সব ফিচার। গাড়ির সিটে রয়েছে ম্যাসাজার। এছাড়াও লেগ-রুম বাড়ানোর জন্য গাড়ির সিটের জায়গা পরিবর্তনও সম্ভব। ARAI এর তথ্য অনুযায়ী পেট্রল চালিত Mercedes-Maybach S 650 -তে 7.08 km মাইলেজ পাওয়া যায়। অর্থাৎ 1 লিটার পেট্রলে 7.08 km চলে এই গাড়ি।